ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিপিএলের সমাপনী অনুষ্ঠানে ‘চমক’ থাকবে

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
বিপিএলের সমাপনী অনুষ্ঠানে ‘চমক’ থাকবে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে সমালোচনার কমতি নেই। ডিসিশন রিভিউ সিস্টেম না থাকা, আম্পায়ারদের সিদ্ধান্ত মেনে মাঠ ছাড়তে না চাওয়া, ইনিংস শুরুর আগে হুট করে ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসানের মাঠে নেমে যাওয়া; এমন নানা ইস্যুতে আলোচনার কমতি নেই।

টুর্নামেন্ট শুরুর আগে বিপিএলকে ‘যা-তা’ বলেছিলেন সাকিব। তার কথায় আংশিক সমর্থন ছিল মাশরাফি বিন মর্তুজার। এমন সমালোচনার ভেতরই বিপিএলের গভর্নিং কাউন্সিল জানালো, বিপিএলের সমাপনী অনুষ্ঠানে থাকছে চমক। বৃহস্পতিবার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে বোর্ড পরিচালকদের সঙ্গে বৈঠক হয় তাদের।

এরপর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল বলেন, ‘মাঠে কিন্তু দর্শক আসছে। দুইদিন আগে যেরকম দর্শক দেখেছি, ফাইনাল ছাড়া এমন দর্শক আমি আগে দেখিনি, সেটাও ওয়ার্কিং ডে-তে। সমাপনী অনুষ্ঠান হবে, জাঁকজমক হবে। আর অবশ্যই চমক থাকবে। ’

কী নিয়ে আলাপ হয়েছে জানতে চাইলে শেখ সোহেল বলেছেন, ‘আমরা কিন্তু সবকিছু নিয়েই আলাপ-আলোচনা করেছি। কীভাবে আমরা কাজ করতে পারি, সফল হতে পারি সেজন্যই কিন্তু আজ আমরা বিপিএল গভর্নিং কাউন্সিল ও বোর্ড পরিচালকরা একত্রিত হয়েছি। তাদেরকে সব অবহিত করেছি ও আলাপ আলোচনা করেছি। ’

‘একটা টুর্নামেন্টে ভুল-ত্রুটি থাকে। প্রতিবারই থাকে, সবকিছু সামলে প্রতিবারই আমরা বিপিএলকে সফলভাবে এগিয়ে নিয়ে গেছি। আমরা চেষ্টা করবো এবারেও আগের মত সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার। আমরা আশা করবো আগেও আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, এবারও তেমন সহযোগিতা করবেন। ’

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।