ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএলের ‘উন্নয়নে’ বিসিবির বৈঠক, সাকিব বললেন ‘ভালো কথা’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
বিপিএলের ‘উন্নয়নে’ বিসিবির বৈঠক, সাকিব বললেন ‘ভালো কথা’

চট্টগ্রাম থেকে: বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরু থেকেই এবার দেখা দিয়েছে বিতর্ক। টুর্নামেন্ট শুরুর দুই দিন আগে সাকিব আল হাসান এটিকে ‘যা-তা’ বলে মন্তব্য করেন।

দাবি করেন, তাকে দায়িত্ব দিলে দুই মাসের মধ্যেই ঠিক করতে পারবেন সব বিশৃঙ্খলা।

এরপর এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। সাকিবকে সিইওর দায়িত্বে স্বাগত জানানোর কথা জানায় বিসিবি। পরে এই অলরাউন্ডার বলেন, ‘হলে তো সভাপতি হওয়াই ভালো...। ’

এদিকে বৃহস্পতিবার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে বিপিএল নিয়ে বৈঠকে বসে গভর্নিং কাউন্সিল। যেখানে উপস্থিত ছিলেন বোর্ড পরিচালকরা। এরপর চেয়ারম্যান শেখ সোহেল জানান, বিপিএলকে ভালো করতে হয়েছে আলাপ-আলোচনা।

এদিনই চট্টগ্রামে পুমার একটি শো-রুম উদ্বোধন করতে আসেন সাকিব। সেখানে বোর্ডের এই বৈঠকের ব্যাপারে জানতে চাইলে সাকিব বলেন, ‘জানি না’।

পরে এমন বৈঠক হওয়া ভালো কি না জানতে চাইলে সাকিব বলেন, ‘ভালো কথা। ’ এরপর এটা তার প্রতিক্রিয়ার কারণেই কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কী করে বলি’।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।