ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘পাওয়ার হিটিং কোচ আনলে বাংলাদেশের জন্য ভালো হবে’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
‘পাওয়ার হিটিং কোচ আনলে বাংলাদেশের জন্য ভালো হবে’ ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম থেকে : বয়স ৩৬ পেরিয়ে গেছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টির ক্যারিয়ারও থেমেছে কেবল ১৪ ম্যাচে।

১২ ইনিংসে ১২৮.৫৭ স্ট্রাইক রেটে ১১৭ রান করেছেন। তবু এখনও জিয়াউর রহমানকে নিয়ে প্রায় আফসোসের সুর ভেসে আসে। একজন পাওয়ার হিটারকে বুঝি পেয়ে হারালো বাংলাদেশ! 

শুক্রবার বিপিএলেও ওরকম এক ইনিংসই খেললেন জিয়া। বল হাতে ৩৩ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন। পরে ৩ চার ও ৪ ছক্কায় ২৫ বলে করেছেন ৪৭ রান। তার দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অবশ্য হেরে গেছে। তবে জিয়া যে চাইলে হিট করতে পারেন, প্রমাণ মিলেছে তার।  

জিয়ার দলের হেড কোচ জুলিয়ান উডের আবার খ্যাতি আছে পাওয়ার হিটিং কোচিংয়ের জন্য। গতকাল তিনি সংবাদ সম্মেলনে এসে বলে গিয়েছিলেন ‘অ্যাভেইলেবল’ আছেন। নিজে যেহেতু পাওয়ার হিটিং পারেন, এই ধরনের কোচ জাতীয় দলের জন্য কতটা জরুরি জিয়ার ভালোই উপলব্ধি করার কথা।  

এ নিয়ে জানতে চাইলে ফরচুন বরিশালের বিপক্ষে হারের পর তিনি বলছিলেন, ‘তিনি (জুলিয়ান উড) কিন্ত গত বছর কাজ করে গেছে সিলেটে। তিনি ভালো। পাওয়ার হিটিং নিয়ে নতুন ভাবে কাজ করে। নতুন আইডিয়া কনসেপ্ট নিয়ে কাজ করেছে। ওয়েট বল, ওয়েট ব্যাট নিয়ে কাজ করে। পাওয়ার হিটিংয়ের কিছু টেকনিকও কাজ করছে। খুব ভালো। এটা করলে আমাদের দেশের জন্য ভালো হবে। ’

বাংলাদেশের ব্যাটারদের পাওয়ার হিটিং নিয়ে জিয়া বলেন, ‘পাওয়ার হিটিং আমি যেটা অনুভব করি, মিরপুরের শেষ দুইটা ম্যাচ রান ১৮০-১৯০ হয়েছে। বাংলাদেশের খেলোয়াড়রা অনেক ভালো খেলেছে। তৌহিদ হৃদয়, জাকির ওরা অনেক ভালো খেলেছে। আমি যেটা মনে করি, পাওয়ার হিটিংয়ে আমাদের সমস্যা হচ্ছে উইকেট। উইকেট ভালো না হলে আপনি পাওয়ার হিট করতে পারবেন না। ’

‘ব্যাটে সুন্দর বল আসলেই আপনি হিট করতে পারবেন। মিরপুরের উইকেট ‍সুন্দর ছিল। রান কিন্তু ঠিকই হয়েছে। এখানে সুন্দর উইকেট। অভ্যাসটা গুরুত্বপূর্ণ। উইকেট ভালো হবে। অটোমেটিক হিট ভালো হবে। উইকেট ভালো না হলে হিট ভালো হবে না। যতই টেকনিক ঠিক করেন না কেন। কোনো লাভ নেই। ব্যাটে বল আসতে হবে। ’ 

৩৭ বছর বয়সে পা দিয়ে ক্যারিয়ার আসলে কোথায় দেখেন? জানতে চাইলে তিনি বলেছেন, ‘সব আল্লাহ জানে। আল্লাহ কতদূর আমাকে নিয়ে যাবে।  আমি চেষ্টা করে যাচ্ছি আমার ফিটনেস ধরে রাখার জন্য। পারফর্ম করার জন্য। সবই আল্লাহর হাতে। আমার হাতে কিছুই নেই। ’

বাংলাদেশ সময় : ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।