প্রথম দুই ম্যাচ জিতে ওয়ানডে সিরিজ আগেই জিতে নিয়েছিল নিউজিল্যান্ড। তৃতীয় ও শেষ ম্যাচটি ছিল শ্রীলঙ্কার মান বাঁচানোর লড়াই।
অকল্যান্ডে আজ সম্মান রক্ষার ম্যাচে ১৪০ রানে জিতেছে সফরকারীরা। আগে ব্যাট করে ৮ উইকেটে ২৯০ রান করেছিল শ্রীলঙ্কা। জবাবে ১৫০ রান তুলতেই সব উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। এই ম্যাচ হারলেও ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে কিউইরা। এর আগে টি-টোয়েন্টি সিরিজও একই ব্যবধানে জিতেছিল তারা।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে আজকেই নিজেদের সর্বোচ্চ সংগ্রহের দেখা পেয়েছে শ্রীলঙ্কা। দলটির এই সংগ্রহের মূল ভিত্তি পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস ও জানিথ লিয়ানাগের ফিফটি। এর মধ্যে ওপেনার নিশাঙ্কা ৪২ বলে ৬৬ রানের দারুণ এক ইনিংস খেলেন। আর মেন্ডিস (৫৪) ও লিয়ানাগে (৫৩) সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে সংগ্রহ বড় করেন। এছাড়া ৭১ বলে ৪৬ রান করে পার্শ্ব-নায়কের ভূমিকায় ছিলেন কামিন্দু মেন্ডিস।
২৯১ রানের লক্ষ্য তাড়ায় নেমে তিন লঙ্কান বোলার আসিথা ফের্নান্দো, মাহিশ থিকসানা ও এশান মালিঙ্গার তোপে বিপর্যয়ের মুখে পড়ে নিউজিল্যান্ড। দলীয় ২১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। এরপরও উইকেট পতনের মিছিল চলতেই থাকে। তবে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে যান মার্ক চ্যাপম্যান। কিন্তু তা যথেষ্ট ছিল না। ৮১ বলে ৮১ রানের ইনিংস খেলে দলের শেষ ব্যাটার হিসেবে বিদায় নেন তিনি। ৩০তম ওভারেই গুটিয়ে যায় কিউইদের ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৯০/৮ (নিশাঙ্কা ৬৬, মেন্ডিস ৫৪, লিয়ানাগে ৫৩; ম্যাট হেনরি ৪/৫৫, মিচেল স্যান্টনার ২/৫৫)
নিউজিল্যান্ড: ২৯.৪ ওভারে ১৫০/১০ (চ্যাপম্যান ৮১; ফের্নান্দো ৩/২৬, থিকসানা ৩/৩৫, মালিঙ্গা ৩/৩৫)
ফলাফল: শ্রীলঙ্কা ১৪০ রানে জয়ী
সিরিজ: নিউজিল্যান্ড ২-১ ব্যবধানে জয়ী
ম্যাচ সেরা: আসিথা ফের্নান্দো (শ্রীলঙ্কা)
সিরিজ সেরা: ম্যাট হেনরি (নিউজিল্যান্ড)।
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
এমএইচএম