ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

এবার টেস্টে আলো ছড়ানোর অপেক্ষায় সূর্য 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
এবার টেস্টে আলো ছড়ানোর অপেক্ষায় সূর্য 

সড়ক দুর্ঘটনায় কদিন আগেই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন ঋষভ পন্থ। পুরোপুরি সুস্থ হতে চলতি বছরের অনেকটা সময়ই কেটে যাবে তার।

অন্যদিকে সামনের একের পর এক গুরুত্বপূর্ণ সিরিজ অপেক্ষা করছে ভারতের জন্য।  আগামী মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে তারা। যেখানে নতুন মুখ সূর্যকুমার যাদব ও ইশান কিষাণ।

সূর্যের দলে ডাক পাওয়া অবাক করেছে অনেককেই। টি-টোয়েন্টি ক্রিকেটে এই মুহূর্তে হটকেক সূর্য। অভাবনীয় সব শটে জন্ম দিচ্ছেন বিস্ময়কর ইনিংসের। ৪৫ ম্যাচ খেলে ফেলেও ১৮০ এর উপর স্ট্রাইক রেট ধরে রেখেছেন তিনি। তবে কী টি-টোয়েন্টির পারফরম্যান্স দেখেই তাকে দলে নেওয়া? এখানে অবশ্য প্রভাবক হিসেবে কাজ করছে পন্থের ইনজুরিও।

ফরম্যাট যেটাই হোক সবসময়ই আগ্রাসী রূপে দেখা যায় পন্থকে। বাকি ফরম্যাটের তুলনায় টেস্টেই বেশি সফল তিনি। পন্থের মতোই আগ্রাসীর ক্রিকেট খেলে থাকেন সূর্য। তাই ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, পন্থের ‘লাইক টু লাইক রিপ্লেসমেন্ট’ হিসেবেই টেস্ট দলে ডাকা হয়েছে সূর্যকে। তাছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড খুব একটা মন্দ নয় ডানহাতি এই ব্যাটারের। ৭৯ ম্যাচে ৪৫ ছুঁইছুঁই গড়ে ৫ হাজার ৫৪৯ রান করেছেন তিনি।

এদিকে চোট কাটিয়ে দলে ফিরেছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তবে ফিটনেস প্রমাণের জন্য তাকে রঞ্জি ট্রফির একটি ম্যাচ খেলতে বলেছে বিসিসিআই। আগামী ৯ ফেব্রুয়ারি নাগপুরে শুরু হবে বোর্ডার গাভাস্কার ট্রফি। পরের টেস্টগুলো হবে দিল্লি, ধর্মশালা ও আহমেদাবাদে।

ভারতের টেস্ট স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শুবমান গিল, চেতশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, শ্রীকার ভারত, ইশান কিষাণ, রবীচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।