ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আগামী মাসে হেড কোচ পদে ইন্টারভিউ নেবে বিসিবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
আগামী মাসে হেড কোচ পদে ইন্টারভিউ নেবে বিসিবি

ভারত সিরিজের পর থেকেই ফাঁকা হয়ে আছে জাতীয় দলের হেড কোচ পদ। সেই শূন্যস্থান পূরণের জন্য আগামী মাসে বিভিন্ন বিদেশি কোচদের ইন্টারভিউ (সাক্ষাৎকার) নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইন্টারভিউ দিতে কারা আসবেন  সেই নামগুলো অবশ্য খোলাসা করেনি বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তবে আগামী মার্চে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের আগেই হেড কোচ পাওয়া যাবে, এমন আশাই ব্যক্ত করেন তিনি।  

ক্রিকেট পাড়ায় জোরগুঞ্জন আবারও বাংলাদেশের কোচ হিসেবে দেখা যেতে পারে চন্ডিকা হাতুরুসিংহেকে। তবে সংবাদমাধ্যমকে জালাল ইউনুস বলেন, ‘হাতুরুসিংহের কথা আমি বলতে পারছি না। আমি যেটা জানি, আমরা প্রধান কোচের জন্য চেষ্টা করছি। আগামী মাসে একজন বা দুইজন আসবেন ইন্টারভিউ দিতে। নির্দিষ্ট করে আমি কোনো নাম বলতে পারছি না। আপনারা জানেন যে, সামনে আমাদের ইংল্যান্ড সিরিজ আছে। ইংল্যান্ড সিরিজের আগে আমরা চেষ্টা করবো একজন প্রধান কোচ নিয়োগ দেয়ার জন্য। ’ 

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। প্রায় এক বছর আগে হেড কোচের পদটি ফাঁকা হয়ে যাওয়ায় পরিকল্পনায় কোনো অসুবিধা হলো কি না? এমন প্রশ্নে জালাল ইউনুস বলেন, ‘না (পরিকল্পনায় সমস্যা হবে না)। আমার মনে হয় যে চলে যায়নি, কোচ এখনই চলে আসবে। এখন বিপিএল হচ্ছে আমাদের হাতে অনেক সময়ও আছে। তার আগে আমরা ইনশাআল্লাহ কোচ নিয়োগ দিতে পারবো। ইংল্যান্ড সিরিজ থেকে আপনারা ধরতে পারেন যে আমাদের ক্যাম্পেইন শুরু বিশ্বকাপের জন্য। ’ 

গত ডিসেম্বরে ভারত সিরিজ শেষ হওয়ার পরপরই পদত্যাগপত্র জমা দেন বাংলাদেশের সাবেক হেড কোচ রাসেল ডমিঙ্গো।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।