ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

রংপুরে যোগ দিলেন নওয়াজ, ভিসা জটিলতায় দেরি রউফের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
রংপুরে যোগ দিলেন নওয়াজ, ভিসা জটিলতায় দেরি রউফের

সিকান্দার রাজা ও বেনি হাওয়েল চলে গিয়েছেন আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টি খেলতে। এবার রংপুর রাইডার্স নিয়ে আসছে মোহাম্মদ নওয়াজ ও হারিস রউফকে।

 

এদের মধ্যে নওয়াজ রোববার দুপুরে ঢাকায় পৌঁছেছেন। তবে তার স্বদেশি রউফ আটকে গেছেন ভিসা জটিলতায়। দুয়েকদিনের মধ্যেই তার বাংলাদেশে আসার কথা রয়েছে।

এখন অবধি ৫৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন নওয়াজ। ১৭.৫৮ গড় ও ১৩০ স্ট্রাইক রেটে ৪২২ রান করেছেন তিনি। এই অলরাউন্ডার বল হাতে নিয়েছেন ৪৭ উইকেট।

এবারের বিপিএলে এখন অবধি তিনটি ম্যাচ খেলেছে রংপুর। পয়েন্ট টেবিলে তারা আছে তৃতীয় স্থানে। নিজেদের পরের ম্যাচে মঙ্গলবার খুলনা টাইগার্সের বিপক্ষে খেলবে রংপুর।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।