ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

কী নিয়মে নট আউট জানি না : নাসির

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
কী নিয়মে নট আউট জানি না : নাসির

চট্টগ্রাম থেকে : মুশফিকুর রহিম তখন আউট হলে ম্যাচের মোড় ঘুরে যায় নিশ্চিতভাবেই। আরাফাত সানির বল লেগেছিল তার প্যাডে।

আউট দেননি আম্পায়ার। রিভিউ নিলেও আসে নট আউটের সিদ্ধান্ত। যেটি মেনে নিতে পারেননি ঢাকা ডমিনেটরসের ক্রিকেটাররা।  

কয়েকজন আবার আম্পায়ারের সঙ্গে জড়ান তর্কেও। পরে সিলেট স্ট্রাইকার্সের কাছে ৫ উইকেটে হেরে যায় ঢাকা। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেছেন দলটির অধিনায়ক নাসির হোসেন। তিনি বুঝতে পারছেন না, কোন নিয়মে আউট হলেন না মুশফিকুর রহিম।

ওই ঘটনা নিয়ে নাসির বলেন, ‘রিঅ্যাকশন আসলে, বড় স্ক্রিনে দেখে আমার মনে হয়েছিল আউট। কিন্তু আম্পায়ার সেটা নট আউট দিয়েছে, আমি জানি না সেটা কী নিয়মে নট আউট দিয়েছে। কিন্তু আমরা আম্পায়ারদের সম্মান করি, তাদের সিদ্ধান্ত আমরা মেনে নিবো। ’

ম্যাচে কোথায় পিছিয়ে গেলেন? এমন প্রশ্নের জবাবে নাসির বলেন, ‘সর্বোপরি যদি আমাদের বোলিং, ফিল্ডিং দেখেন তাহলে দেখবেন যে আমাদের বোলাররা খুব ভালো বল করেছে। যেহেতু আমরা ১২৮ করেছি, এই রান ডিফেন্ড করা কঠিন। তো আমার মনে হয়েছে আমরা ২০-২৫ রান কম করেছি। আমাদের টপ অর্ডারে ছোট্ট একটা পার্টনারশিপ হলে ১৫-২০ রান বেশি হতে পারত। যেমন উইকেট ছিল, তাতে ১৪০-১৪৫ ফাইটিং স্কোর হতো। ’

‘আর টার্নিং পয়েন্ট, আমাদের খুব অল্প সময়ে তিন উইকেট পড়ে গিয়েছিল, ওইটা একটা। আর মুশফিকের এলবিডব্লিউর সিদ্ধান্তটা আমাদের পক্ষে এলে ম্যাচের ফলটা অন্যরকম হতো। ’

বাংলাদেশ সময় : ১৮৩১ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।