ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কুমিল্লার সামনে ১৩৬ রানের লক্ষ্য দিল চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
কুমিল্লার সামনে ১৩৬ রানের লক্ষ্য দিল চট্টগ্রাম

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সেভাবে দাঁড়াতেই পারলেন না চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যাটাররা। শেষদিকে যা একটু লড়াই করলেন শুভগত হোম।

আর তাতে ভর করে কুমিল্লার সামনে ১৩৬ রানের লক্ষ্য দিল চট্টগ্রাম।  

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৪তম ম্যাচে আজ আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম।  

টস জিতে ব্যাট করতে নেমে দুই রান তুলতেই ওপেনার উসমান খানের (০) উইকেট হারায় চট্টগ্রাম। এরপর ম্যাক্স ও'দউদ (২৪) ও আফিফ হোসেনের ৪৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দলটি। কিন্তু ২১ বলে ২৯ রান করা আফিফ বিদায় নিতেই ধস নামে তাদের ব্যাটিং অর্ডারে। ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে তারা।

৪৫ রানে দ্বিতীয় উইকেট হারানো চট্টগ্রাম ৯৮ রান তুলতে হারায় সপ্তম উইকেট, ১৭তম ওভারে। ধ্বংসস্তূপের মাঝে প্রায় একাই লড়াই চালিয়ে যান শুভাগত। শেষ পর্যন্ত ২৩ বলে ৩৭ রান নিয়ে অপরাজিত থাকেন চট্টগ্রামের অধিনায়ক। এছাড়া শেষদিকে ৮ বলে ১৩ রান করেন মেহেদী হাসান রানা।  

বল হাতে ২টি করে উইকেট নেন তাসনভীর ইসলাম, মোসাদ্দেক হোসেন ও খুশদীল শাহ। বাকি উইকেট মুকিদুল ইসলামের।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।