ঢাকা, শুক্রবার, ২২ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে কারা আছেন, কারা নেই

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে কারা আছেন, কারা নেই

২০২৩ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে জায়গা পেয়েছেন ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া জাকির হাসান, বাদ পড়েছেন উদ্বোধনী ব্যাটার মাহমুদুল হাসান জয়।

তিন ফরম্যাটের জন্য ৬ টি ভিন্ন ক্যটাগরিতে ২১ জন ক্রিকেটার আছেন এই চুক্তিতে। আগেরবার থাকা ৪ জন বাদ পড়েছেন এবার; সমান ক্রিকেটার জায়গা পেয়েছেন নতুন করে।  

লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ- এই চার ক্রিকেটার আছেন তিন ফরম্যাটের চুক্তিতেই। আগেরবার এই তালিকায় ছিলেন মুশফিকুর রহিম ও শরিফুল ইসলামও।  

মুশফিক আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরে গেছেন, বাকি দুই ফরম্যাটে আছেন তিনি। গত বছর দুর্দান্ত পারফর্ম করে এবার তিন ফরম্যাটের জন্যই চুক্তিবদ্ধ হলেন মেহেদী হাসান মিরাজ। শরিফুল ইসলাম আছেন ওয়ানডে ও  টি-টোয়েন্টি ক্যাটাগরিতে। শুধু ওয়ানডেতে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।  

সাদমান ইসলাম, ইয়াসির আলী, মাহমুদুল হাসান জয় ও মোহাম্মদ নাইম শেখ; এই চার ক্রিকেটার বাদ পড়েছেন এবার। নতুন করে যুক্ত হয়েছেন সৈয়দ খালেদ আহমেদ, জাকির হাসান,হাসান মাহমুদ ও মোসাদ্দেক হোসেন সৈকত।

২০২৩ সালের ঘোষিত কেন্দ্রীয় চুক্তির তালিকা: 

সব ফরম্যাট: লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।  

টেস্ট ও ওয়ানডে: তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।  

টেস্ট ও টি-টোয়েন্টি: নাজমুল হোসেন শান্ত ও কাজী নুরুল হাসান সোহান।  

শুধু টেস্ট: মুমিনুল হক, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ ও জাকির হাসান।

শুধু ওয়ানডে: মাহমুদউল্লাহ রিয়াদ।  

ওয়ানডে ও টি-টোয়েন্টি: মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, শরিফুল ইসলাম।  

শুধু টি-টোয়েন্টি: নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মোসাদ্দেক হোসেন ও হাসান মাহমুদ।

 

বাংলাদেশ সময় : ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
এমএইচবি/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।