ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ডকে ১০৮ রানে গুঁড়িয়ে সিরিজ জিতল ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
নিউজিল্যান্ডকে ১০৮ রানে গুঁড়িয়ে সিরিজ জিতল ভারত

ভারতের দারুণ বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ড। কোনোরকম একশ পার করেই সবগুলো উইকেট হারিয়ে ফেলে তারা।

জবাব দিতে নেমে জয় তুলে নিতে খুব বেশি কষ্ট করতে হয়নি ভারতকে। ৮ উইকেটের জয়ে সিরিজও নিশ্চিত করে ফেলে তারা।  

রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচে টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডকে ১০৮ রানেই থামিয়ে দেয় ভারত। রান তাড়ায় ব্যাট করতে নেমে রোহিতের ফিফটির পর শুভমান গিলের দারুণ ইনিংসে ১৭৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে রান উৎসব করে দুই দল। ভারতের ৩৪৯ রানের জবাবে অবশ্য ৩৩৭ রান পর্যন্ত সংগ্রহ করতে পারে নিউজিল্যান্ড। ১২ রানের জয়ের পর এবার দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে স্বাগতিক দল।

আগে ব্যাট করতে থাকা নিউজিল্যান্ড শুরু থেকেই নিয়মিত বিরতিতে হারাতে থাকে উইকেট। কেবল তিনজন ছাড়া কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। সর্বোচ্চ ৫২ বলে ৩৬ রান করে গ্লেন ফিলিপস। ৩৯ বলে ২৭ রান করেন মিচেল স্যান্টনার ও ৩০ বলে ২২ রান করে দলকে শতক পার করতে সাহায্য করেন মাইকেল ব্রেসওয়েল।  

ভারতের হয়ে ৬ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন মোহাম্মদ শামি। জোড়া উইকেট নেন হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদব। একটি করে উইকেট পান বাকি বোলাররা।  

রান তাড়ায় ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন রোহিত শর্মা ও শুভমান গিল। ৭২ রানের উদ্বোধনী এই জুটিতে দলকে জয়ের ভিত গড়ে দেন তারা। ফিফটি হাঁকিয়ে এক রান যোগ করতেই বিদায় নেন রোহিত। এরপর কোহলি কিছুক্ষণ ব্যাট করে উইকেট হারান ১১ রান করে। তবে থিতু হয়ে থাকা গিল ঠিকই নিশ্চিত করেন জয়। অপরাজিত ছিলেন ৫৩ বলে ৪০ রান করে।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।