ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ

গ্রুপ পর্বে তিন ম্যাচে তিন জয়। তাই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই সুপার সিক্সে পা রাখে বাংলাদেশ।

কিন্তু সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচেই খেই হারালো জুনিয়র টাইগ্রেসরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারতে হয়েছে ৫ উইকেটে।  

জেবি মার্কস ওভালে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১০৫ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। সর্বোচ্চ ২৩ রান করেন সুমাইয়া আক্তার। তাছাড়া আফিয়া প্রত্যাশা ২১ রান, মিষ্টি সাহা ১২ রান, দিলারা আক্তার ১৭ রান ও স্বর্ণা আক্তারের ব্যাট থেকে আসে ২০ রান।  দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন কাইলা রেইনেক।

অল্প রানের পুঁজি হলেও স্বাগতিকদের ভালোই চেপে ধরে বাংলাদেশ। মাত্র ৩৩ রানেই ৪ উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগায়। কিন্তু পঞ্চম উইকেটে ৭০ রানের জুটি গড়ে প্রোটিয়াদের জয়ের পথ সুগম করেন ম্যাডলসন ল্যান্ডসম্যান ও কারাবো মেসো। ল্যান্ডসম্যান ৩৭ রানে ফিরলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকা মেসোর ব্যাট থেকে আসে ৩২ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ টি উইকেট নেন রাবেয়া, একটি শিকার করেন মারুফা আক্তার।

আগামী ২৫ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।