ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

‘সাকিব অনুশীলনে আসে না দেখেন, কিন্তু বাইরেরগুলো দেখেন না’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
‘সাকিব অনুশীলনে আসে না দেখেন, কিন্তু বাইরেরগুলো দেখেন না’ ছবি: শোয়েব মিথুন

এবারের বিপিএলে সাকিব আল হাসান আছেন ফর্মের চূড়ায়। চট্টগ্রাম পর্বের দুই ম্যাচ ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।

প্রথমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৮ চার ও ৪ ছক্কায় ৪৫ বলে ৮১ রান করে হন ম্যাচসেরা। এরপর রংপুর রাইডার্সের বিপক্ষে ৯ চার ও ৬ ছক্কায় ৪৩ বলে ৮৯ রান করেন সাকিব।

ওই ম্যাচে অবশ্য সেঞ্চুরি করে আলো কেড়ে নেন ইফতেখার আহমেদ। দুই ম্যাচেই সাকিব থাকেন অপরাজিত। চট্টগ্রাম পর্বের পুরোটাই তাকে অনুশীলনেও দেখা যায়নি খুব একটা। এরপরও সাকিব এমন ইনিংস খেলেছেন, কীভাবে সম্ভব হয়? এমন প্রশ্ন করা হয়েছিল ফরচুন বরিশালের সহকারী কোচ মিজানুর রহমান বাবুলকে।

জবাবে রোববার মিরপুরে তিনি বলেছেন, ‘যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলে, জাতীয় দলের খেলোয়াড়দের এত বেশি খেলার মধ্যে জড়িত থাকে। আমার মনে হয় অনুশীলনের চেয়ে তারা যদি বিশ্রাম নেয় বা ফ্রেশ থাকার জন্য...। সাকিব যে বড় দুইটা ইনিংস খেলেছে, এরপরদিন প্র্যাক্টিস এসে ওরকম কাজ করে না...বিশ্রাম নিলে। ’

‘আপনারা শুধু বাইরে থেকে দেখেন প্র্যাক্টিসে আসে নাই, ব্যাটিং ও বোলিং করেনি। এছাড়া যে আরও অন্যান্য কাজগুলো আছে, সেগুলো তো বাইরে থেকে দেখা যায় না। আমার মনে হয় যে সে খেলা ও প্র্যাক্টিসের মধ্যেই আছে। ’

সাকিবের দুই ইনিংস নিয়ে বাবুল বলেন, ‘সাকিব এখন যেরকম অবস্থায় আছে, শেষ ম্যাচের আগের ম্যাচে সাকিবকে বলেছিলাম, তুমি যেরকম ব্যাটিং করেছো, আমার দেখা তোমার জীবনের সেরা ইনিংস। যেমন পরিস্থিতিতে সাকিব প্রথম থেকে শেষ পর্যন্ত খেলেছে, এরকম ব্যাটিং আমি সাকিবকে করতে দেখেনি। পরের ম্যাচেও ওরকমই ব্যাটিং করেছে। সবার দৃষ্টিতেই সাকিব সেরা ফর্মে আছে ব্যাটার হিসেবে। ’

প্রথম ম্যাচ হারার পর সাকিবের নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে বরিশাল। এখন পয়েন্ট টেবিলে আছে সবার উপরে। এ নিয়ে বাবুল বলেন, ‘সুন্দর নেতৃত্ব দিচ্ছে দলকে। এজন্য প্রথম ম্যাচ হারার পরও দলকে যেভাবে মোটিভেট করে আমরা এখন লিড করছি। একজন অধিনায়ক যখন সামনে থেকে এভাবে নেতৃত্ব দেয়, দল অটোমেটিক ভালো হয়ে যায়। অবশ্যই বলবো সাকিবের অবদান, পাশাপাশি সবাই ভালো খেলছে। দেশি ও বিদেশি মিলিয়ে সুন্দর একটা বন্ডিং আছে, এজন্য আমরা এই অবস্থায় আছি। ’

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।