ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

রংপুর রাইডার্সে যোগ দিচ্ছেন মুজিব উর রহমান

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
রংপুর রাইডার্সে যোগ দিচ্ছেন মুজিব উর রহমান

রংপুর রাইডার্সের হয়ে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে মাঠ মাতাবেন মুজিবুর রহমান। আফগানিস্তানের এই স্পিনার অবশ্য এখনই দলের সঙ্গে যোগ দিচ্ছেন না।

রংপুরের টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ৬ ফেব্রুয়ারি রংপুর রাইডার্সে যোগ দেবেন তিনি।

এর আগে মুজিবের আসার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করে রংপুর রাইডার্স। তারা ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেজে লিখেছে, ‘রাইডার্স পরিবারে স্বাগতম, মুজিব উর রহমান। ’

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে মুজিবের।  এর আগে বিপিএলেরও বেশ কয়েকটি আসরে খেলেছেন মুজিব। সব মিলিয়ে ২০২ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ওভার প্রতি ৬.৬১ গড়ে রান দিয়ে ২২৫ উইকেট নিয়েছেন তিনি।

বিপিএলে সাত ম্যাচ খেলে ৪ জয় ও ৩ হার নিয়ে পয়েন্ট টেবিলের চারে আছে রংপুর রাইডার্স। দলটির হয়ে খেলতেই আসছেন মুজিব।  টিম ম্যানেজার আহসান উর রহমান মল্লিক রনি বাংলানিউজকে জানান, ‘মুজিব উর রহমান ৬ ফেব্রুয়ারি রংপুর রাইডার্সের সঙ্গে যোগ দেবে। ফাইনাল অবধি সে থাকবে। ’

বাংলাদেশ সময় : ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।