ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

তানজিদের ৯০*, চিটাগাংকে তিনে নামিয়ে চারে উঠলো ঢাকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
তানজিদের ৯০*, চিটাগাংকে তিনে নামিয়ে চারে উঠলো ঢাকা ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়দের উদযাপন/সংগৃহীত ছবি

বোলারদের দক্ষতায় চিটাগাং কিংসকে অল্পতেই আটকে দিয়েছিল ঢাকা ক্যাপিটালস। পরে ব্যাট হাতে ঝলক দেখালেন দলটির ওপেনার তানজিদ হাসান তামিম।

তার ৯০* রানের দারুণ ইনিংসে ভর করে চিটাগাংকে তিনে নামিয়ে পয়েন্ট টেবিলের চারে উঠলো ঢাকা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ ৮ উইকেটে জিতেছে শাকিব খানের দল। আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪৮ রান তুলতে পারে চিটাগাং। জবাবে ২ উইকেট হারিয়ে ১১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা।  

এই জয়ে শীর্ষ চারে উঠলো ঢাকার ফ্র্যাঞ্চাইজি। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ৬। আর ৯ ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া চিটাগাং নেমে গেল তিনে। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে গেছে ফরচুন বরিশাল। আর ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে রংপুর রাইডার্স।

লক্ষ্য তাড়ায় নেমে তানজিদ ও লিটন দাসের ব্যাটে দারুণ শুরু পায় ঢাকা। দুজন মিলে তুলে ফেলেন ৭৫ রান। এই জুটিতে মূল অবদান তানজিদের। লিটন রান তুলতে কিছুটা হিমশিম খাচ্ছিলেন। শেষ পর্যন্ত ২৮ বলে ২৫ রান করে বিদায় নেন তিনি।  

লিটনের বিদায় ঢাকার ইনিংসে বড় কোনো প্রভাব ফেলতে পারেনি। তিনে নামা মুনিম শাহরিয়ার (১২) দ্রুত বিদায় নিলেও হাল ধরে রাখেন তানজিদ। শেষ পর্যন্ত ৫৪ বলে ৭ ছক্কা ও ৩ চারে ৯০ রানে অপরাজিত থাকেন তিনি। ৯ বলে ১২ রান করে অন্যপ্রান্তে ছিলেন সাব্বির রহমান।

এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে চিটাগাং ভালো শুরু পেয়েছিল। নাঈম ও জুবাইদ আকবরি মিলে প্রথম জুটিতে তুলে ফেলেছিলেন ৪০ রান। ১৯ বলে ২৩ রান করে জুবাইদ বিদায় নিলে গ্রাহাম ক্লার্ককে নিয়ে ৪৯ রান যোগ করেন নাঈম। ১৮ বলে ১৯ রান করে ক্লার্ক বিদায় নিলে ভাঙে এই জুটি।  

এরপর চারে নামা হুসাইন তালাত (২) টিকতে না পারলে চাপে পড়ে যায় চিটাগাং। পরের ওভারে দলকে ৯৬ রানে রেখে বিদায় নেন নাঈম। তার ব্যাট থেকে আসে ৪০ বলে ৪৪ রান। এরপর বলার মতো রান পেয়েছেন কেবল হায়দার আলী (১১ বলে ১৬ রান)।

বল হাতে ২টি করে উইকেট নিয়েছেন ঢাকার মোসাদ্দেক হোসেন ও নাজমুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।