ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

টিকটক নিয়ে প্রশ্ন করায় মেজাজ হারালেন উমর আকমল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
টিকটক নিয়ে প্রশ্ন করায় মেজাজ হারালেন উমর আকমল

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব দেখা যায় উমর আকমলকে। বিশেষ করে টিকটকে।

যেখানে প্রায় ৮ লাখের মতো অনুসারী রয়েছে পাকিস্তানি এই ব্যাটারের। ফিটনেস ঠিক রাখার বদলে টিকটকেই বেশি সময় দেন তিনি, এমন অভিযোগ শোনা যায় নিয়মিতই। তাছাড়া পারফরম্যান্সের গ্রাফটাও নিম্নমুখী।

নিজ দেশের ফ্রাঞ্চাইজি লিগ পিএসএলে এবার কোয়েট্টা গ্লাডিয়েটর্সের হয়ে খেলবেন উমর। সেজন্য প্রস্তুতি নিচ্ছেন বেশ জোরেসরেই। অনুশীলনে ফাঁকে সংবাদ সম্মেলনে তার টিকটকে ভিডিও আপলোড করা নিয়ে প্রশ্ন তোলেন এক সাংবাদিক। যা শুনে মেজাজ হারিয়ে ফেলেন উমর। জবাবও দেন বেশ কড়া ভাষায়।

উমর বলেন, ‘কে বলেছে আপনাকে, আমি টিকটকে বেশি সময় ব্যয় করি? এটা আমার ব্যক্তিগত জীবন এবং এটা সবার সামনেই উন্মুক্ত। এসব প্রশ্ন না করলেই ভালো হয়। ’
ফিটনেস প্রসঙ্গে  ৩২ বছর বয়সি এই ব্যাটার বলেন, ‘ফিটনেস তো আপনারা সামনেই দেখতে পাচ্ছেন। শুধু আমি না, অন্য খেলোয়াড়দের এই প্রসঙ্গে জিজ্ঞেস করলে তারাও একই কথা বলবে। ফিটনেস নিয়ে প্রচুর পরিশ্রম করেছি আমি এবং নিজের কাছেই নিজেকে সুপার ফিট লাগছে। ’ 

সম্প্রতি উমরকে নিয়ে সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি বলেন, ‘কোয়েট্টা গ্লাডিয়েটর্সকে ধন্যবাদ জানানো উচিত উমর আকমলের। কারণ অন্যান্য ফ্রাঞ্চাইজিরা তাকে নেওয়ার প্রতি আগ্রহী ছিল না। তার ফিটনেস সমস্যাটা লম্বা ধরে চলছে। আমি তাকে ব্যাটার হিসেবে পছন্দ করি, তবে তাকে ফিটনেস নিয়ে প্রচুর কাজ করতে হবে। ’

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।