মাঠের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই আলোচনার কেন্দ্রে ছিল দুর্বার রাজশাহী। অনেক নাটকীয়তার পর অবশেষে ২৫ শতাংশ পারিশ্রমিক পেয়েছেন দলটির ক্রিকেটাররা।
চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সকে ১৮৫ রানের লক্ষ্য দিয়েছে রাজশাহী। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৮৪ রান করেছে তারা।
যদিও শুরুতে দুই ওপেনার তেমন কিছু করতে পারেননি। মোহাম্মদ হারিস ১৯ ও জিসান আলম ফিরে যান ২০ রানে। তবে অধিনায়ক এনামুল হক বিজয় ও রায়ান বার্লের ব্যাট ছিল আগ্রাসী। ২২ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩২ রানে আউট হন বিজয়।
বার্ল অবশ্য ফিফটির কাছেই ছিলেন। কিন্তু ২৭ বলে ১ চার ও ৪ ছক্কায় ৪১ রানে ফিরতে হয় তাকে। পরে ইয়াসির আলী (১৯), আকবর আলী (১৪*) ও মৃত্যুঞ্জয় চৌধুরীর (১২*) ছোট ইনিংসে ভালো সংগ্রহ পায় রাজশাহী।
সিলেটের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রুয়েল মিয়া। এছাড়া দুটি করে শিকার নাহিদুল ইসলাম ও নিহাদুজ্জামানের।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
এএইচএস