ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলের ফাইনাল দেখা যাবে ৩০০ টাকায়

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
বিপিএলের ফাইনাল দেখা যাবে ৩০০ টাকায়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা নামছে আগামী ১৬ ফেব্রুয়ারি। এদিন সন্ধ্যায় হবে টুর্নামেন্টের ফাইনাল।

ম্যাচটির আগে থাকছে দেশসেরা শিল্পীদের পরিবেশনাও।  

আজ এক বিবৃতিতে বিপিএল ফাইনালের টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এটির টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে ৩০০ টাকা। ইস্টার্ন স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে এই টিকিটে। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ৪০০ টাকা।  

এছাড়া ক্লাব হাউসের টিকিটের মূল্য রাখা হয়েছে ৮০০ টাকা। ১৫০০ টাকায় ভিআইপি স্ট্যান্ডে ও সর্বোচ্চ ২০০০ টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট।

ম্যাচের আগের দিন এবং ম্যাচের দিন মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও মিরপুর স্টেডিয়ামের এক নম্বর গেটের পাশের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে। টিকিট পাওয়া যাবে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।

বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টা থেকে শুরু হবে বিপিএলের সমাপনী অনুষ্ঠান। সেখানে পারফর্ম করবে নগরবাউল (জেমস), ওয়ারফেজ ও মাকসুদ ও ঢাকা ব্যান্ড, থাকছে নানা আয়োজনও।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।