প্রথম ইনিংসে পাকিস্তানের পুঁজি খুব বেশি ছিল না। তা সত্ত্বেও ৯৩ রানের বড় লিড পায় তারা।
কুয়াশার কারণে প্রথম দিনে মাঠে গড়ায় কেবল ৪১.৩ ওভার। ৪ উইকেটে ১৪৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা পাকিস্তান অলআউট হয় ২৩০ রানে। সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের পর আর কেউই সেভাবে লড়াই করতে পারেননি। ১৫৭ বলে ৬ চারে সর্বোচ্চ ৮৪ রান করে আউট হন শাকিল। অন্যদিকে ১৩৩ বলে ৯ চারে ৭১ রান করেন রিজওয়ান।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি করে উইকেট নেন জেইডেন সিলস ও জোমেল ওয়ারিক্যান। ব্যাটিংয়ে নেমে সফরকারীরা এড়াতে পারেনি নোমান-সাজিদের ফাঁদ। কেবল ৩৯ রান খরচে ৫ উইকেট নেন নোমান। বাঁহাতি এই স্পিনারের ক্যারিয়ারের ষষ্ঠ ফাইফার এটি। চারটি উইকেট যায় সাজিদের ঝুলিতে। বাকি একটি শিকার করেন লেগ স্পিনার আবরার আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজকে অলআউটের পর ফের ব্যাটিংয়ে নামে পাকিস্তান। দিন শেষ করে ৩ উইকেটে ১০৯ রান নিয়ে। এর মাঝেই ফিফটি তুলে নেন অধিনায়ক শান মাসুদ। তবে ৫২ রান নিয়ে রান আউটের খড়্গে পড়তে হয় তাকে। কামরান গুলাম ৯ ও সৌদ শাকিল ২ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
এএইচএস