ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিপিএল চ্যাম্পিয়ন দল পাবে দুই কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
বিপিএল চ্যাম্পিয়ন দল পাবে দুই কোটি টাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলে এসেছে শেষ প্রান্তে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ফাইনালে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এই ম্যাচের আগে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাইজমানির কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপিএলের চ্যাম্পিয়ন দল পাবে দুই কোটি টাকা। ফাইনালে হেরে যাওয়া দল পাবে এক কোটি। এর বাইরেও থাকছে বিভিন্ন আর্থিক পুরস্কার।

টুর্নামেন্টে সেরা রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারীর জন্য ৫ লাখ টাকা পুরস্কার রাখা হয়েছে। সেরা ফিল্ডার পাবেন ৩ লাখ টাকা। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন ১০ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।