ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের ক্রিকেটেও দেখা যাবে জিপিএস

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
বাংলাদেশের ক্রিকেটেও দেখা যাবে জিপিএস

হেড অব প্রোগ্রাম হিসেবে বেশ কয়েকমাস ধরেই কাজ করছেন ডেভিড মুর। বিসিবির একাডেমি ভবনে তার জায়গা হয়েছে।

এখানে বসেই বাংলাদেশের ক্রিকেট নিয়ে নানা পরিকল্পনা সাজাচ্ছেন এই অস্ট্রেলিয়ান। এর মধ্যে তিনি কাজ করছেন জিপিএস নিয়েও।

মূলত বিসিবির সব প্রোগ্রাম ও টুর্নামেন্টের মধ্যে সমন্বয় করাই হবে মুরের মূল কাজ। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ক্রিকেটারদের তৈরিতেও নজর রাখবেন তিনি। সাংবাদিকদের সঙ্গে আলাপে মুর জানিয়েছেন নিজের পরিকল্পনার কথা। দেশের ক্রিকেটে শিগগিরই জিপিএস ট্র্যাকার আনবেন মুর।

তিনি বলেন, ‘এমআইএসে যেসব ডাটা আছে সেসব নিয়ে আমি কাজ করবো। আমাদের জন্য ব্যাপারটা হচ্ছে যদি বিশ্বসেরাদের সঙ্গে লড়াই করতে চাই- তাহলে তারা যা করে তেমন কিছু করতে হবে অথবা অন্তত ভালো কিছু করার চেষ্টা করতে হবে। ’

‘তারা অনেকদিন ধরেই অ্যাথলেট ম্যানেজম্যান্ট সিস্টেম ব্যবহার করে। এটা আসলে যোগাযোগের জন্য অনেক বড় কিছু। অস্ট্রেলিয়ায় রাজ্য দলের ক্রিকেটারেরও এএমএস আছে, এতে যোগাযোগ বাড়ে এবং সবাই জানে কী হচ্ছে। ’

জিপিএস প্রসঙ্গে মুর বলেন, ‘এটা (জিপিএস) ওয়ার্কলোড ম্যানেজম্যান্টের চেয়ে বেশি কিছু। আমরা যেটা করতে চাচ্ছি, ওয়ার্কলোড ম্যানেজম্যান্টের জন্য একটা সিস্টেম দাঁড় করানো। আমাদের ক্রিকেটারদের স্থায়িত্ব ও ইনজুরিতে কম পড়ার ব্যাপারে চেষ্টা করতে হবে। কিছু সিস্টেম পেসারদের শরীরের চাপের ব্যাপারেও কাজ করবে, যেমন পেসারদের। ’

‘এই মুহূর্তে বাংলাদেশে কোনো জিপিএস নেই। আমি জানি না ক্লাবগুলো ব্যবহার করে কি না। আমরা কিছু কোম্পানির সঙ্গে কথা বলেছি। বাংলাদেশ ক্রিকেটের জন্য সেরা প্রোডাক্টটাই আনার চেষ্টা করছি। ’

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।