ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাফুফে প্রসঙ্গে পাপনের ‘নো কমেন্ট’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
বাফুফে প্রসঙ্গে পাপনের ‘নো কমেন্ট’ ফাইল ছবি

দেশের ক্রীড়াঙ্গনে এখন সবচেয়ে বড় আলোচনা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) নিয়ে। সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে  জালিয়াতির দায়ে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

 

ক’দিন আগে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে তর্কের লড়াইয়ে জড়ান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রীড়াঙ্গনে অনেকদিন ধরেই আছেন তিনি। আবাহনী ক্লাব হয়ে ক্রিকেট বোর্ডে সংগঠক হিসেবে আছেন এক যুগের বেশি সময় ধরে। সব মিলিয়ে তার কাছে জানতে চাওয়া হয় বাফুফেতে নেমে আসা নিষেধাজ্ঞা নিয়ে। জবাবে সোমবার মিরপুরে পাপন বলেছেন, ‘নো কমেন্টস। ক্রিকেটের বাইরে কোনো কিছুতেই আগ্রহ নেই। ’

নিষেধাজ্ঞা আসা বাফুফের জন্য লজ্জার কি না, এমন প্রশ্ন শুনে সংবাদ সম্মেলন ছেড়ে চলে গিয়েছিলেন কাজী সালাউদ্দিন। বাফুফে সাধারণ সম্পাদকের নিষেধাজ্ঞা কি ক্রীড়াঙ্গনের জন্যও অশনি সংকেত?

এমন প্রশ্নে পাপন বলেছেন, ‘আমি নিশ্চিত ফেডারেশনে যারা আছে এবং আমাদের ক্রীড়া মন্ত্রণালয় এটা দেখছে। এখনই এটা নিয়ে মন্তব্য করা দ্রুত হয়ে যায়। দেখি আগে কী করে। ’

কোনো রকম চিন্তায় পড়ে মন্তব্য করা থেকে বিরত থাকছেন কি না এমন প্রশ্নে পাপন বলেন, ‘চিন্তার কিছু নাই। আমার সেদিনের জবাবটা ছিল, ক্ষোভ থেকে। অনেকে মনে করে আমাকে নিয়ে কিছু বলেছিল সেটা না, মূল ক্ষোভ ছিল মেয়েরা যেতে না পারার বিষয়টি নিয়ে। এটা শেষ। ওখানে কী হচ্ছে যেহেতু আমি জানি না। এটা নিয়ে কথা বলতে হলে জানতে হবে, দেখতে হবে। সেটির সময়ও আমার নেই। ’

বাংলাদেশ সময় : ১৪০৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।