ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ম্লান গুরবাজ-ঝড়, শঙ্কর-মিলারের ব্যাটে গুজরাটের জয় 

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
ম্লান গুরবাজ-ঝড়, শঙ্কর-মিলারের ব্যাটে গুজরাটের জয়  সংগৃহীত ছবি

একাদশে ফিরেই ব্যাট হাতে ঝড় তুললেন রহমুল্লাহ গুরবাজ। শেষদিকে আন্দ্রে রাসেলও রাখলেন দারুণ ভূমিকা।

তাতে ভর করে লড়াকু সংগ্রহ পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু শেষ পর্যন্ত তাদের ঝড় ম্লান করে গুজরাট টাইটান্সকে জয় এনে দিলেন বিজয় শঙ্কর ও ডেভিড মিলার।

আইপিএলের ৩৯তম ম্যাচে আজ ইডেন গার্ডেনে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৭৯ রান সংগ্রহ করে কলকাতা। জবাবে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় গুজরাট। ফলে ৭ উইকেটে জয় পায় গতবারের চ্যাম্পিয়নরা।

লক্ষ্য তাড়ায় নেমে ইমপ্যাক্ট প্লেয়ার শুভমান গিলের ব্যাটে দারুণ শুরু পায় গুজরাট। যদিও অন্যপ্রান্তে ব্যর্থ হন আরেক ওপেনার ঋদ্ধিমান সাহা (১০)। তবে তিনে নেমে গিলকে দারুণ সঙ্গ দেন হার্দিক পান্ডিয়া। গুজরাটের অধিনায়কের ব্যাট থেকে আসে ২০ বলে ২৬ রান। তবে ২ রানের ব্যবধানে দুই সেট ব্যাটারই বিদায় নেন। গিলের ব্যাট থেকে আসে ৩৫ বলে ৪৯ রান।  

পান্ডিয়া-গিল বিদায় নেওয়ার পর কিছুটা ব্যাকফুটে চলে যায় গুজরাট। কিন্তু ধীরে ধীরে হাত খুলতে শুরু করেন শঙ্কর ও মিলার। দুজন মিলে কলকাতার বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়েছেন। দলকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়ার পথে ২৪ বলে ৫১* রান করেন শঙ্কর। ফিফটি স্পর্শ করার পথে তিনি হাঁকান ২টি চার ও ৫টি ছক্কা। অন্যদিকে মিলার অপরাজিত থাকেন ১৮ বলে ৩২ রানে।  

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা কলকাতা খুব একটা সুবিধা করতে পারেনি। টপ অর্ডারে রান পেয়েছেন কেবল গুরবাজ। এই আফগান ওপেনার মাত্র ৩৯ বলে করেছেন ৮১ রান; হাঁকিয়েছেন ৫টি চার ও ৭টি ছক্কা। আর শেষদিকে রাসেল মাত্র ১৯ বলে ২ চার ও ৩ ছক্কায় করেছেন ৩৪ রান। আর কেউ বলার মতো রান না পাওয়ায় বড় সংগ্রহ পায়নি কলকাতা।

এই জয়ে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠলো গুজরাট। অন্যদিকে কলকাতা ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রয়ে গেল তলানিতেই। সাবেক চ্যাম্পিয়নদের বর্তমান অবস্থান পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে।

সংক্ষিপ্ত স্কোর:
কলকাতা ২০ ওভারে ১৭৯/৭ (গুরবাজ ৮১, রাসেল ৩৪; মোহাম্মদ শামি ৩৩/৩, জশুয়া লিটল ২৫/২, নুর আহমেদ ২১/২)

গুজরাট ১৭.৫ ওভারে ১৮০/৩ (গিল ৪৯, বিজয় ৫১*, মিলার ৩২; সুনিল নারাইন ২৪/১)

ফলাফল: গুজরাট টাইটান্স ৭ উইকেট জয়ী।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।