ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডের কন্ডিশনেও স্পিনারদের সফল হওয়া সম্ভব : তাইজুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, মে ১১, ২০২৩
ইংল্যান্ডের কন্ডিশনেও স্পিনারদের সফল হওয়া সম্ভব : তাইজুল

লাল বলে তিনি দেশের সেরা স্পিনারদের একজন। কিন্তু ওয়ানডে বা টি-টোয়েন্টিতে তাইজুল ইসলাম কতটুকু কার্যকরী সেটি নিয়ে অনেকেরই সংশয়।

ওয়ানডে দলেও তাই তার জায়গাটা পাকা নয়। তবে শেষদিকে নেমে ব্যাট হাতে ছোটখাটো অবদান রাখতে পারেন তাইজুল।

এর প্রমাণ মিলেছে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে। ফলাফল না হওয়া ম্যাচে কিছুটা ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। আট নম্বরে নেমে মুশফিকুর রহিমের সঙ্গে ৩৭ রানের জুটি গড়েছিলেন তাইজুল। আউট হওয়ার আগে ১ চারে ৩৬ বল খেলে করেন ১৪ রান। দলের রান বাড়াতে সাহায্য করেছে তার ইনিংস।

বৃহস্পতিবার বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় নিজের ব্যাটিং নিয়ে তাইজুল বলছিলেন, ‘যখন আমাদের কালকে দ্রুত উইকেট পড়ে গেল, আমার দায়িত্বটা ছিল, আমার সঙ্গে যে ব্যাটার আছে তাকে আমি কতটা সাহায্য করতে পারি। হয়তো আমিও সেখানে অনেক ডট বল খেলেছি। তবে আমার কাছে মনে হয়েছে যে, দলের চাহিদা সেটাই ছিল। আমি মনে করি, আমার কিছুক্ষণ উইকেটে থাকার কারণে, জুটি হওয়ার কারণে দলের রানটা একটু বেড়েছে। ’

এ সময় বোলিংয়ের সঙ্গে ব্যাটিংটাও উপভোগ করেন জানিয়ে তাইজুল বলেন, ‘সবসময় আমার ব্যাটিংটা আমি উপভোগ করি। যতটুকু ভালো করে দলকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়। আমি চেষ্টা করি দলকে ভালো কিছু দেওয়ার জন্য। ’

ইংল্যান্ডের মাটিতে পেসাররাই সাহায্য পান বেশি। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও দেখা গেছে তার ছাপ। দুই দলের পেসাররাই দাপট দেখিয়েছেন। তবে তাইজুলও একটি উইকেট নিয়েছেন। এই স্পিনার বলছেন, লাইন-লেংথ ঠিক রাখতে পারলে ভালো করবেন তারাও।

তিনি বলেন, ‘সাধারণত ইংল্যান্ডের কন্ডিশনে সবারই ধারণা আছে, পেস বোলাররা ভালো করে থাকে। এটা সত্য যে এরকম কন্ডিশনে পেসাররা ভালো থাকে। তারপরও উইকেটের একটা আচরণ থাকে। এই উইকেটে স্পিনাররা যে ভালো করতে পারবে না, এমন কিছু নয়। ভালো লাইন-লেংথ বজায় রেখে যদি ভালো কিছু করা যায়, অবশ্যই সফল হওয়া সম্ভব। ’

বাংলাদেশ সময় : ২১৪৮ ঘণ্টা, মে ১১, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।