ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে বিদায় লিটনের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, মে ১৪, ২০২৩
ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে বিদায় লিটনের

গত কয়েক ম্যাচে রান পাচ্ছিলেন না লিটন দাস। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন এই ডানহাতি ব্যাটার।

সাধারণত ইনিংস ওপেন করলেও আজ চারে নেমে ভালোই শুরু করেছিলেন তিনি।  

তামিম ইকবালের সঙ্গে ৭০ রানের জুটি গড়েছিলেন লিটন। তবে তাকে থামতে হলো ব্যক্তিগত ৩৫ রানে। ৩৯ বল স্থায়ী ইনিংস খেলে অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভারে ৩ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ১৪৫ রান।

চেমসফোর্ডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। বাংলাদেশ একাদশে ছিল কয়েকটি পরিবর্তন। আঙুলের চোটের কারণে চার সপ্তাহের জন্য ছিটকে গেছেন সাকিব আল হাসান। এছাড়া বাদ দেওয়া হয়েছে শরীফুল ইসলাম ও তাইজুল ইসলামকে। তাদের জায়গায় ওয়ানডে অভিষেক হয়েছে রনি তালুকদার ও মৃত্যুঞ্জয় চৌধুরীর। আর একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান।     

অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে আজ লিটনের বদলে ওপেন করতে আসেন রনি তালুকদার। অভিষেকটা অবশ্য রাঙাতে পারেননি এই ব্যাটার। তার বিদায়ে দলীয় ১৮ রানে ভাঙে উদ্বোধনী জুটি। ১৪ বলে চার রান করে ফেরেন অভিষিক্ত রনি। এরপর ইনিংসের তৃতীয় ওভারে জশ লিটলের বলে খোঁচা মেরে সেকেন্ড স্লিপে থাকা বালবার্নির হাতে ক্যাচ দেন তামিম। কিন্তু সহজ ক্যাচ লুফে নিতে পারেননি বালবার্নি। এরপর থেকে অবশ্য নিজেকে সামলে নিয়ে ব্যাটিং করতে থাকেন বাংলাদেশ অধিনায়ক।

ক্রিজে এসেই শান্তর ব্যাটিংয়ে মিলতে থাকে আগ্রাসীর ছোঁয়া। জশ লিটলকে চার মেরে খোলেন রানের খাতা। ৩২ বলে ৩৫ রান নিতেই তার ইনিংসে ছিল সাতটি চারের মার। কিন্তু লেংথের কিছুটা ওপরে পিচ করা ডেলিভারিতে বল তার ব্যাটের কানায় লেগে সোজা চলে যায় স্লিপে থাকা বালবার্নির হাতে। তামিমের ক্যাচ মিস করলেও, এটা কোনোভাবেই ছাড়েননি তিনি। তাতে ভাঙে ৪৯ রানের জুটি। এরপর হাল ধরেন লিটন-তামিম।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ১৭৪৫ ঘণ্টা, মে ১৪, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।