ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

২-১ বছরের মধ্যে শুরু হতে পারে নারী বিপিএল

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, মে ৩১, ২০২৩
২-১ বছরের মধ্যে শুরু হতে পারে নারী বিপিএল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এক সময় ছিল বেশ জৌলুশপূর্ণ। কিন্তু সময়ের সঙ্গে অনেকটাই রঙ হারিয়েছে ছেলেদের এই টুর্নামেন্ট।

অন্যদিকে গত কয়েক বছরে নারী ক্রিকেট দল অনেকটাই এগিয়ে গেছে। প্রথমবারের মতো এশিয়া কাপও এসেছে তাদের হাত ধরে।

এবার নিগার সুলতানা জ্যোতিদের জন্য যেন আরও বড় আশার কথাই শোনালেন বিসিবি পরিচালক ও নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। ২-১ বছরের মধ্যেই ভারতের উমেন্স প্রিমিয়ার লিগের মতো বাংলাদেশেও নারীদের নিয়ে টি-টোয়েন্টিতে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হতে পারে। এ ব্যাপারে আগ্রহ আছে বলেও জানিয়েছেন নাদেল।  

সিলেটে এখন চলছে বাংলাদেশ ‘এ’ দল ও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের ম্যাচ। ওই ম্যাচের মাঝে বুধবার সাংবাদিকদের নাদেল বলেন, ‘এখন এই প্রশ্নটা বিভিন্নভাবেই হচ্ছে। অনেকেরই আগ্রহ দেখা যাচ্ছে৷ এই আগ্রহ যদি অব্যাহত থাকে হয়তো ২-১ বছরের মধ্যে বাংলাদেশে নারী বিপিএল শুরু হবে। ’

গত কয়েক দিনে বেশ কিছু রদবদল হয়েছে নারী উইংয়ে। নির্বাচক মঞ্জুরুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে সাজ্জাদুল আলম শিপন ও সজল চৌধুরীকে। নাদেল বলছেন, নারী উইংয়ের কার্যক্রম বেড়ে যাওয়ায় সবকিছু ঢেলে সাজাতে হয়েছে তাদের।

তিনি বলেন, ‘বিগত কিছু দিনে আমরা প্রচুর টুর্নামেন্ট শুরু করেছি। বয়সভিত্তিক ক্রিকেট, বিভাগীয় পর্যায়ে টুর্নামেন্ট... আমরা স্কুল ক্রিকেট শুরু করতে যাচ্ছি। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর আমাদের আক্ষেপ ছিল আমরা লঙ্গার ভার্শনে যাচ্ছি না। এবার সেটা কেটেছে। চারটি দল নিয়ে আমরা দুই দিনের ম্যাচের টুর্নামেন্ট শুরু করেছি। খুলনায় যেটা হলো। আগামী বছর বা পরবর্তীতে যেটা করব, সেখানে হয়তো দলের সঙ্গে বাড়তে পারে এবং টুর্নামেন্টের ব্যাপ্তিও বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে। এই কারণে এখন কিন্তু নারী ক্রিকেট, আগের ওই এক-দুইটা টুর্নামেন্ট বা দুই-একটা সফরের মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের কার্যক্রম এখন কোনো অংশের কম নয়। ’

‘গেম ডেভেলপমেন্টে যেভাবে তাদের কাজগুলো সহজে বাস্তবায়িত করতে পারে, আমাদের কিন্তু বিভিন্ন সময় গেম ডেভেলপমেন্ট থেকে লোকবল নিতে হয়। অন্য জায়গা থেকে লোক এনে জোড়াতালি দিয়ে টুর্নামেন্টগুলো করতে হয়। এটা তো কেবল শুরু হয়েছে, এ কারণে আমরা দীর্ঘদিন ধরেই চাচ্ছিলাম। আমাদের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সাহেবও বলেছেন, নারী বিভাগে যেন পূর্ণাঙ্গ কাঠামো হয় এবং লোকবল বাড়িয়ে নিজস্ব লোক দিয়ে তার যে প্রোগ্রামগুলো আছে, সেগুলো যেন এগিয়ে নিতে পারে৷ সেই কারণে আমরা কিছু অদলবদল করেছি। ’

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, মে ৩১, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।