ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ বিশ্বকাপ জিততে চায়: পোথাস

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, জুন ১, ২০২৩
বাংলাদেশ বিশ্বকাপ জিততে চায়: পোথাস

এবারের ওয়ানডে বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের স্বপ্নটা বেশ বড়। ওয়ানডেতে অনেকদিন ধরেই ভালো করছে দল, বিশ্বকাপ আবার পাশের দেশ ভারতে।

সবমিলিয়ে এই টুর্নামেন্টকে নিয়ে বড় স্বপ্ন দেখছে তামিম ইকবালের দল।

ক্রিকেটার, কোচ, বোর্ড কর্মকর্তা সবার কণ্ঠেই উচ্চাশা। আয়ারল্যান্ড সিরিজে সহকারী কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন নিক পোথাস। বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনিও দেখিয়েছেন বড় স্বপ্ন। পোথাস জোর দিচ্ছেন ভালো প্রস্তুতির দিকেও।  

তিনি বলেন, ‘বাকি দলগুলো কীসের জন্য বিশ্বকাপে যায়? আমাদেরও কোনো ভিন্নতা নেই। ছেলেরা লক্ষ্যের প্রতি অবিচল। আমরা একটা বিশ্বকাপ জিততে চাই, নিজেদের গর্বিত করতে চাই। আমরা তা নিয়ে ভাবতে চাই না যা নিয়ন্ত্রণের বাইরে। আমরা সম্ভাব্য সেরা প্রস্তুতি নেবো এবং নিজেদের সেরাটা দেবো। ’

বাংলাদেশের পরের চ্যালেঞ্জ অবশ্য আফগানিস্তানের বিপক্ষে। ১৪ জুন থেকে মিরপুরে শুরু হবে টেস্ট। আফগানদের বিপক্ষে এখন অবধি এই ফরম্যাটে একবার মুখোমুখি হয়ে হেরেছে বাংলাদেশ। বিশেষত রশিদ খানদের স্পিন সামলানো দলের জন্য কঠিন হয়ে পড়ে।

এ নিয়ে পোথাস বলেন, ‘আফগানিস্তানের স্পিন যেকোনো দলের জন্যই চ্যালেঞ্জ। তাদের শীর্ষ মানের স্পিন অ্যাটাক আছে। এই চ্যালেঞ্জটা একইসাথে রোমাঞ্চকর। একটা সমস্যা সমাধানের মতো পরিস্থিতি অবশ্যই রোমাঞ্চকর। তবে স্পিনের সাথে পেস বোলিংও সামলাতে হবে। তাই স্পিন নিয়ে খুব বেশি ভেবে পেসের কথা ভুলে গেলে হবে না। টেস্ট ম্যাচ হল দাবা খেলার মতো। তারা যা নিয়েই আসুক, সমাধান বের করতে হবে। কিন্তু এটা রোমাঞ্চের। ’

বাংলাদেশে এখন বেশ গরম। এটি টেস্টে কোনো প্রভাব ফেলবে কি না এমন প্রশ্নের জবাবে পোথাস বলেন, ‘ক্যাম্প দারুণ চলছে। ছেলেরা বিশ্রাম পেয়েছে। সবাই বেশ ভালোভাবে প্রস্তুত। প্রধান কোচ এলে ইনটেনসিটিও বাড়বে। তবে গত ৩ দিন দারুণ কেটেছে। গরম নিয়ে বলব, বাংলাদেশে তো গরমই থাকে। ’

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুন ১, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।