ঢাকা, বুধবার, ৩ আশ্বিন ১৪৩১, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারাল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৭ ঘণ্টা, জুন ৪, ২০২৩
আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারাল ইংল্যান্ড

দ্বিতীয় দিন শেষের পরই আয়ারল্যান্ড হারবে এমনটা অনুমিতই ছিল। তবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ভালোই লড়াই করে সফরকারীরা।

এমনটাই যে লিডও নিয়ে ফেলে তারা। কিন্তু লক্ষ্যটা মাত্র ১১ রানের থাকায় জিততে কোনো অসুবিধা হয়নি ইংল্যান্ডের। লর্ডসে একমাত্র টেস্টে আইরিশদের ১০ উইকেটে হারায় তারা।

 ৩ উইকেটে ৯৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে আয়ারল্যান্ড। হ্যারি টেক্টর, অ্যান্ডি ম্যাকব্রাইন ও মার্ক অ্যাডায়ারের ফিফটিতে ইনিংস ব্যবধানে হার এড়ায় তারা। অলআউট ৩৬২ রানে। সর্বোচ্চ ৮৮ রান আসে অ্যাডায়ারের ব্যাট থেকে। ৮৬ রানে অপরাজিত ছিলেন ম্যাকব্রাইন। এছাড়া ৫১ রান করেন টেক্টর। ইংল্যান্ডের হয়ে পাঁচ উইকেট নেন অভিষিক্ত জশ টং।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ১৭২ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। স্টুয়ার্ট ব্রড নেন ৫ উইকেট। জবাবে ৪ উইকেটে ৫২৪ রানের পাহাড়সম সংগ্রহ করে ইংল্যান্ড। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করে ম্যাচসেরা হন অলি পোপ। ২০৮ বলে ২২ চার ও ৩ ছক্কায় ২০৫ রান করেন তিনি। এছাড়া ১৮২ রান করেন বেন ডাকেট।

বাংলাদেশ সময়ঃ ০২৩৬ ঘণ্টা, জুন ০৪, ২০২৩

এএইচএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।