ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সাকিব ফিরেছেন অনুশীলনে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, জুন ৮, ২০২৩
সাকিব ফিরেছেন অনুশীলনে

মিরপুরের তখন অনুশীলনে ব্যস্ত জাতীয় দলের ক্রিকেটাররা। ফিল্ডিং কোচ শেন মকডরমটের ক্লাসেই বেশির ভাগ ক্রিকেটার।

তাসকিন আহমেদদের ক্যাচিং প্র্যাক্টিস করাচ্ছিলেন শেন। এর মধ্যে হঠাৎ হাজির হলেন একজন, ক্যামেরার চোখ তার দিকেই।

সাকিব আল হাসান ফিরেছেন অনুশীলন। বৃহস্পতিবার সকালে আটটার দিকে মিরপুরে আসেন সাকিব। এরপর তিনি চলে যান জিমে। প্রায় ঘণ্টাখানেক ওখানে থেকে সাকিব ফেরেন শেরে বাংলা স্টেডিয়ামের মূল মাঠে। বেশ কিছুক্ষণ রানিং করেন তিনি।

সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের সময় আঙুলে চোট পান সাকিব। এরপর এবারই প্রথম প্রকাশ্যে অনুশীলনে ফিরলেন তিনি। যদিও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে তাকে ছাড়াই খেলতে নামবে দল।

যুক্তরাষ্ট্র থেকে ফিরে সাকিব দলের অনুশীলন দেখতে এসেছিলেন মঙ্গলবার। সেদিন হেড কোচ হাথুরুসিংহের সঙ্গে মিনিট পাঁচেকের আলাপও করেন তিনি। এরপর মাঠ ছেড়ে যান। আগামী ১৪ জুন থেকে মিরপুরে আফগানদের বিপক্ষে টেস্ট হবে। এরপর জুলাইয়ের ৫ তারিখ থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে, ওই সিরিজে খেলার কথা সাকিবের।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জুন ৮, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।