ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মেয়েদের ক্রিকেটে বেতন ও ম্যাচ ফি বাড়ছে ‘ভালো পরিমাণে’

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, জুন ১২, ২০২৩
মেয়েদের ক্রিকেটে বেতন ও ম্যাচ ফি বাড়ছে ‘ভালো পরিমাণে’

মেয়েদের ক্রিকেটে বেতন ও ম্যাচ ফি নিয়ে অনেক সমালোচনা ছিল। এবার ছেলেদের ক্রিকেটের সঙ্গে মেয়েদের বেতন বৈষম্য আরও কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগেও কয়েকবার মেয়েদের বেতন ও ম্যাচ ফি বাড়ানো হয়। তবে এবার ‘ভালো পরিমাণে’ বাড়বে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।  

সোমবার বিসিবিতে বৈঠকে বসেন পরিচালকরা। সেখানে মেয়েদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এতদিন সর্বোচ্চ বেতন ছিল ৬০ হাজার টাকা, সেটি এখন করা হয়েছে এক লাখ টাকা। এছাড়া সর্বনিম্ন বেতন ৩৫ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। এছাড়া বাড়ানো হয়েছে ‘এ’ দলের চারদিনের ম্যাচের ফিও।  

এ নিয়ে পাপন বলেন, ‘মেয়েদের ম্যাচ ফি ও মাসিক যে বেতনটা এতদিন পেত, ওটা আমরা বাড়িয়েছি। আজকে সিদ্ধান্ত নিয়েছি, ভালো পরিমাণে বাড়ানো হয়েছে। ভালোর তো শেষ নেই। এখন যা পাচ্ছে, তার চেয়ে বেতন ও ম্যাচ ফি বাড়ানো হয়েছে। মেয়েদের তালিকায় ২৫ জন আছে কেন্দ্রীয় চুক্তিতে। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটার যারা আছে তাদের ম্যাচ ফি বাড়ানো হয়েছে। এছাড়াও ‘এ’ টিমের চার দিনের ম্যাচের ম্যাচ ফি কম ছিল। সেটা বাড়ানো হয়েছে। তবে মেয়েদেরটা আমার মনে হয় অন্যগুলোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ’ 

মেয়েদের ক্রিকেটে বেতন বাড়ানোর ব্যাখ্যা দিয়ে বিসিবি সভাপতি পরে এক প্রশ্নের জবাবে বলেন, ‘বাংলাদেশে মেয়েদের ক্রিকেট খেলা এত সহজ না। ক্রিকেট খেলাটাই একটু কঠিন। একে তো খেলার জন্য আলাদা একটা পিচ বা উইকেট লাগে; মাঠ হলেই হবে না। এটার সঙ্গে যেসব জিনিস দরকার, এটা অনেক ব্যয়বহুল। এত কষ্টের মধ্যেও, এত বাধা থাকা সত্ত্বেও বাংলাদেশের মেয়েরা যে ক্রিকেট খেলছে, আমরা যে সুবিধা দেই, ওই তুলনায় কিছুই না। ’

‘অন্য কোনো জায়গায় হলে এরা আরও অনেক বেশি সুবিধা পেতো। এটা আমরা জানি। সেজন্য মনে করি এটা প্রথম পদক্ষেপ। ওরা যে বেতন বা ম্যাচ ফি পায় তা অনেক কম। আমরা আশা করছি এ প্রক্রিয়া শুরু হলো, আস্তে আস্তে উন্নতি হবে। আমরা মেয়েদের ক্রিকেটে ফোকাস দিচ্ছি। ’

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, জুন ১২, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।