ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ফিফটির আগেই ফিরলেন মিরাজ-মুশফিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
ফিফটির আগেই ফিরলেন মিরাজ-মুশফিক ছবি: শোয়েব মিথুন

ব্যক্তিগত ফিফটির দোরগড়ায় থেকেই প্রথম দিন শেষ করেছিলেন দুজন। কিন্তু দ্বিতীয় দিন সকালে কেউই পেলেন না ফিফটির দেখা।

আক্ষেপ নিয়ে নিজেদের উইকেট বিলিয়ে দিয়ে আসেন মেহেদী হাসান মিরাজ ও মুশফিকুর রহিম। এরপর ফিরলেন তাইজুল ইসলামও।  তাই প্রথম সেশনের শুরুতেই বড়সড় ধাক্কা খেল বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৮ উইকেটে ৩৭৫ রান। তাসকিন আহমেদ ব্যাট করছেন দুই রানে।

প্রথম দিনে ওপেনার জাকির হাসানের উইকেট হারালেও প্রথম সেশনটা নিজের করে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু আজ একদমই ভিন্ন চিত্র দেখা গেল। পাঁচ ওভার না যেতেই হারাতে হয় ৩ উইকেট। ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে দিন শুরু করেছিল টাইগাররা। মুশফিক ৪১ রান ও মেহেদী হাসান মিরাজ শুরু করেন ৪৩ রান থেকে। দ্বিতীয় দিনে ফিফটির অঙ্ক ছুঁয়ে ফেলবেন তারা এমনটাই ছিল প্রত্যাশা। কিন্তু দিনের চতুর্থ ওভারে ৪৮ রানে ইয়ামিন আহমাদজাইয়ের শিকার হয়ে ফেরেন মিরাজ। ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন আমির হামজার কাছে।  

পরের ওভারে প্রথম বলে বিদায় নেন মুশফিকও। নিজাত মাসুদের লাফিয়ে উঠা বল তার ব্যাটের কানায় লেগে সোজা চলে যায় স্লিপে থাকা নাসির জামালের হাতে। ফিফটি থেকে মাত্র তিন রান দূরে থেকেই ফিরতে হয় মুশফিককে। একই ওভারের তৃতীয় বলে তাইজুলকে নিজের চতুর্থ শিকারে পরিণত করেন মাসুদ।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, জুন ১৫, ২০২৩

এএইচএস

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।