অবশেষে প্রকাশিত হয়েছে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের সূচি। ৫ অক্টোবর টুর্নামেন্টের পর্দা উঠার দুদিন পর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।
টুর্নামেন্টের পর্দা উঠবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যেকার ম্যাচ দিয়ে, পাঁচ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এখানেই ১৯ নভেম্বর হবে বিশ্বকাপের ফাইনাল। দুটি সেমিফাইনালের প্রথমটি ১৫ নভেম্বর হবে মুম্বাইয়ে। পরের সেমিফাইনাল পরদিন কলকাতার ইডেন গার্ডেন্সে।
বাংলাদেশের প্রথম দুই ম্যাচের ভেন্যু ধর্মশালায়। এখানে খেলার অভিজ্ঞতা আগে থেকেই আছে বাংলাদেশের। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্বে খেলেছিল টাইগাররা।
১৪ অক্টোবর নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে চেন্নাই যাবে বাংলাদেশ। সেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে তামিম ইকবালের দল। পরের ম্যাচটি স্বাগতিক ভারতের বিপক্ষে, পুনেতে ১৯ অক্টোবর। পুনের পাশের শহর মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৪ অক্টোবর খেলবে বাংলাদেশ।
কলকাতায় বাংলাদেশের প্রথম ম্যাচ ২৮ অক্টোবর, প্রতিপক্ষ বাছাই পেরিয়ে আসা দল। তিন দিন পর একই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। প্রাথমিক পর্বের শেষ দুই ম্যাচ বাংলাদেশ খেলবে ১২ দিনে। ৬ নভেম্বর দিল্লিতে বাংলাদেশের প্রতিপক্ষ বাছাই পেরিয়ে আসা আরেক দলের সঙ্গে। এই পর্বের শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনেতে।
বিশ্বকাপের একশ দিন আগে সূচি প্রকাশ করলো আইসিসি। সাধারণত এটি বছর খানেক আগে করা হয়। তবে এবার পাকিস্তানের খেলা নিয়ে রাজনৈতিক বিরোধ থাকায় দেরি হয়।
মঙ্গলবার মুম্বাইয়ের এক হোটেলে সংবাদ সম্মেলন করে সূচি প্রকাশ করা হয়। ১৫ অক্টোবর আহমেদাবাদে হবে বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ভারত-পাকিস্তান লড়াই।
একনজরে বিশ্বকাপে রাউন্ড-রবিন লিগে বাংলাদেশের সব ম্যাচের সূচি:
৭ অক্টোবর, বাংলাদেশ-আফগানিস্তান, ধর্মশালা
১০ অক্টোবর, বাংলাদেশ-ইংল্যান্ড, ধর্মশালা
১৪ অক্টোবর, বাংলাদেশ-নিউজিল্যান্ড, চেন্নাই
১৯ অক্টোবর, বাংলাদেশ-ভারত, পুনে
২৪ অক্টোবর, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, মুম্বাই
২৮ অক্টোবর, বাংলাদেশ-কোয়ালিফায়ার ওয়ান, কলকাতা
৩১ অক্টোবর, বাংলাদেশ-পাকিস্তান, কলকাতা
৬ নভেম্বর, বাংলাদেশ-কোয়ালিফায়ার টু, দিল্লি
১২ নভেম্বর, বাংলাদেশ-অস্ট্রেলিয়া, পুনে
বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
এমএইচএম
GET YOUR CALENDARS READY! ?️?
— ICC (@ICC) June 27, 2023
The ICC Men's @cricketworldcup 2023 schedule is out now ⬇️#CWC23https://t.co/j62Erj3d2c