ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

তামিমের অবসর মানতে পারছেন না টাইগার শোয়েব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
তামিমের অবসর মানতে পারছেন না টাইগার শোয়েব

আগেই পূর্বাভাস দিয়ে রেখেছিলেন তামিম ইকবাল। নিজ উদ্যোগে যখন সংবাদ সম্মেলন ডেকেছিলেন, তখন অনেকেই বুঝে নিয়েছিলেন।

তবে চূড়ান্ত ঘোষণা এলো আজ। কাঁদতে কাঁদতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বাংলাদেশের সফলতম ব্যাটার।  

বৃহস্পতিবার দুপুর দেড়টায় চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে সংবাদ সম্মেলন এই ঘোষণা দেন তামিম। তার এই অবসর ভক্তরা এখনও মেনে নিতে পারেননি। তার মধ্যেই একজন টাইগার ক্রিকেটের খ্যাতনামা ভক্ত শোয়েব আলী। তাকে বৃষ্টিতে ভিজে রাস্তা চাপড়ে আহাজারি করতে দেখা যায়।  

এই ব্যাপারে পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘এটা মানতে পারি না। এই ধরনের ডিসিশনের কখনো আঁচ পাই নাই। এমন কিছু হবে কখনো ভাবতে পারিনি। এটা মানতে পারছি না। ’

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।