ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

পদ্মা সেতুতে বিশ্বকাপের ফটোসেশন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
পদ্মা সেতুতে বিশ্বকাপের ফটোসেশন ছবি: শোয়েব মিথুন

বিশ্ব ভ্রমণে গতকাল মধ্যরাতে ঢাকায় এসেছে ওয়ানডে বিশ্বকাপ ট্রফি। তিন দিনের সফরে আজ ফটোসেশনের জন্য ট্রফিটি নিয়ে যাওয়া হয়েছে পদ্মা বহুমুখী সেতুতে।

বিকেলে পদ্মা নদীর পাড়ে রাখা হয় বিশ্বকাপ।

এদিনের কার্যক্রম সীমাবদ্ধ থাকে এটুকুতেই। পরদিন ৮ আগস্ট ট্রফি আনা হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।  

সকাল ৯টা থেকে ১২টা অবধি ট্রফি থাকবে মিরপুরে। এই সময়ে জাতীয় দলের পুরুষ ও নারী ক্রিকেটাররা, বর্তমান ও সাবেক ক্রিকেটার, বোর্ডের কর্মকর্তা, সংগঠক ও গণমাধ্যমের কর্মীদের সামনে প্রদর্শন করা হবে।  

জনসাধারণের জন্য ট্রফিটি উন্মুক্ত করা হবে ৯ আগস্ট। এদিন ঢাকার পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে দর্শকরা দেখতে পারবেন ট্রফিটি। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রফিটি থাকবে এখানে। কোনো টিকিট ছাড়াই দেখবে পারবেন দর্শকরা।  

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।