ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

তামিমের ‘ভুল চিকিৎসা’: তদন্ত হবে ‘টেকনিক্যাল’ লোক দিয়ে

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
তামিমের ‘ভুল চিকিৎসা’: তদন্ত হবে ‘টেকনিক্যাল’ লোক দিয়ে

তামিম ইকবাল ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন ৩ আগস্ট। সেদিনই ঘোষণা আসে এশিয়া কাপেও খেলা হচ্ছে না তার।

দীর্ঘদিন ধরে পিঠের চোটে ভোগা তামিম সেরে উঠতে পারেননি। এ নিয়ে আগে ‘ভুল ব্যয়াম’ করানোর কথা বলেছিলেন তামিম নিজেই।  

দেশসেরা ওপেনারের পিঠের রিপোর্ট দেখে ‘মেজাজ খারাপ’ হওয়ার কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তামিমের নেতৃত্ব ছাড়ার দিনই ঘোষণা দেন এ নিয়ে তদন্তের। আর আজ শুক্রবার সাকিব আল হাসানকে ওয়ানডে অধিনায়ক হিসেবে ঘোষণা করেন বিসিবি সভাপতি। এদিনই আসে তামিম ইকবালের প্রসঙ্গও। আপডেট না পাওয়ায় নিজের অসন্তোষের কথা বলেছিলেন, এমন জানান পাপন।  

তিনি বলেন, ‘এখানে দুটো ব্যাপার ছিল। একটা ছিল আমি জানতাম না। এখন যদি ওদের ধরতে যাই, তখন ওরা বলবে আপনার তো জানার কথাও না। ওরা বলবে আমার তো যেখানে রিপোর্টিং, ওখানে জানিয়েছি। মানে স্বাভাবিক যদি আপনি চিন্তা করেন। কিন্তু আমার কথা হচ্ছে যেহেতু আমি এর সঙ্গে জড়িত, আমাকে কেউ কখনো বলিনি, এটা আমার কাছে অবাক লেগেছে। এরকম একটা সিরিয়াস ইনজুরি সম্পর্কে আমি জানি না, এরকম একটা গুরুত্বপূর্ণ ক্রিকেটার; এটা যেন ভবিষ্যতে না হয় কীভাবে কী করা যায় দেখা হবে। ’ 

তামিমের পিঠের চোট বেশ অনেকদিনের। কয়েকটি জায়গায় এমআরইও করান তামিম। এতদিনে ঠিকঠাক চিকিৎসা হলে তিনি সুস্থ হয়ে যেতেন বলেও ধারণা অনেকের। এ ব্যাপারে বিসিবির চিকিৎসকদের গাফিলতি নিয়েও অভিযোগ অনেকের। পাপন বলছেন, ‘টেকনিক্যাল’ লোক দিয়ে হবে এর তদন্ত।  

তিনি বলেন, ‘ওর ট্রিটমেন্ট নিয়ে কোনো গাফিলতি বা ভুল হয়েছে কি না, এটা যদি জিজ্ঞেস করেন; বোর্ড এরকম কোনো টেকনিক্যাল লোক নাই। এটা টেকনিক্যাল জিনিস। এটা আমরা বললেই হবে! এখন যদি একপক্ষকে জিজ্ঞেস করি, আমাদের মেডিকেল ওরা বললেই হবে! ওরা ওদের মতো বলবে। আমি নিশ্চিত তামিমের একটা ব্যাখ্যা আছে, ওরও কিছু বলার আছে। ’ 

‘এগুলোকে বোঝার জন্য টেকনিক্যাল লোক দরকার। এটা আমরা চেষ্টা করবো বের করার। যাদেরকে দিয়ে বললে মানুষ ও আমরা সবাই সন্তুষ্ট হবো যে না ওরা যেটা বলছে সেটা ঠিক। এক বাক্যে আমরা বিশ্বাস করতে পারবো। এগুলো আমরা নিজেরা করতে পারবো না। ’

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।