ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

এলপিএলে যাচ্ছেন লিটন, খেলবেন সাকিবের দলে

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
এলপিএলে যাচ্ছেন লিটন, খেলবেন সাকিবের দলে

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলে এসেছেন দিন দুয়েক হলো। এর মধ্যেই আবার নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে ডাক এসেছে তার।

এবার লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে যাচ্ছেন লিটন। মাঠে নামবেন জাতীয় দলের সতীর্থ সাকিব আল হাসানের দল গল টাইটান্স। এলপিএলে খেলতে শনিবার দুপুরে শ্রীলঙ্কায় যাওয়ার কথা রয়েছে তার।

এলপিএল এবার দারুণ পারফর্ম করে দেশে ফিরেছেন তাওহীদ হৃদয়। জাফনা কিংসের হয়ে খেলা এই ব্যাটার ৮ আগস্ট নিজের শেষ ম্যাচ খেলেন। লিটন যাচ্ছেন গলের হয়ে খেলতে। দলটির আইকন সাকিব আল হাসান, স্কোয়াডে আছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ মিঠুন।  

যদিও টুর্নামেন্টে খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই গল। ৬ ম্যাচ খেলে ২ জয়ে ৪ পয়েন্ট পেয়েছে তারা। পয়েন্ট টেবিলেও আছে সবার শেষে। একটু উন্নতির আশায় এখন লিটনকে ডেকেছে দলটি। গল টাইটান্সের পরের ম্যাচ ১৩ আগস্ট বাংলাদেশ সময় সাড়ে তিনটায় জাফনা কিংসের বিপক্ষে। লিগ পর্বে তাদের শেষ ম্যাচ ১৫ আগস্ট রাত আটটায়, সেদিন প্রতিপক্ষ কলম্বো স্ট্রাইকার্স।
 
কিছুদিন আগেই কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি খেলে দেশে ফেরেন লিটন। ওই টুর্নামেন্টে অবশ্য খুব একটা সুবিধা করতে পারেননি। দল ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হতে পারেননি। লিটন সব মিলিয়ে খেলেছেন ১৮২ স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে। ১৭৭ ইনিংসে ব্যাট করে ১২৮.০১ স্ট্রাইক রেটে ৪১০৮ রান করেছেন লিটন।

বাংলাদেশ সময় :০৯১২ ঘণ্টা, ১২ আগস্ট, ২০২৩
এমএইচবি/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।