ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবের অলরাউন্ড পারফরম্যান্স, লিটন-শরিফুল নিষ্প্রভ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
সাকিবের অলরাউন্ড পারফরম্যান্স, লিটন-শরিফুল নিষ্প্রভ

প্লে-অফে খেলতে একটি জয়ের তাড়নাই ছিল গল টাইটান্সের বেশি। সাকিব আল হাসান-লিটন দাসদের জন্য ম্যাচটি ছিল বাঁচা-মরার লড়াই, হারলেই বিদায় নিতে হতো টুর্নামেন্ট থেকে।

কিন্তু তারা জয়টি পেয়েছে দারুণভাবে, পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থেকে এখন খেলবে কোয়ালিফায়ার।  

মঙ্গলবার কলম্বোতে লঙ্কান প্রিমিয়ার লিগের ম্যাচে কলম্বো স্ট্রাইকটার্সকে ৮ উইকেটে হারিয়েছে গল টাইটান্স। এ ম্যাচে বাংলাদেশি সমর্থকদের জন্য ছিল আলাদা অনুভূতির। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগের ম্যাচটিতে দু দলের হয়ে খেলেছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সের ম্যাচে লিটনের ব্যাটে রান ছিল না, ভালো করতে পারেননি কলম্বোর হয়ে খেলা আরেক বাংলাদেশি শরিফুল ইসলামও।  

টস জিতে ফিল্ডিং নেওয়ার পর সাকিব আল হাসানকে প্রথম বোলিংয়ে আনা হয় ইনিংসের ষষ্ঠ ওভারে। পাওয়ার প্লের শেষ ওভার করতে এসে একটিও বাউন্ডারি হজম করেননি তিনি। শুরুতে কিছুটা চাপে থাকলেও পঞ্চম ওভারে দুটি বাউন্ডারি পেয়েছিল কলম্বো স্ট্রাইকার্স। সাকিবের ওভারে দৌড়ে কেবল তিন রান নিতে পারে তারা, এর মধ্যে একবার রান আউটের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি বাংলাদেশি অলরাউন্ডার নিজেই।  

সাকিবের ফেলা ওই চাপ পরের ওভারে দুর্দান্তভাবে কাজে লাগান তাবরেজ শামসি। তিনি পান দুটি উইকেট। নিজের পরের ওভার করতে এসে সাকিব দেন ৬ রান। এ ওভারের প্রথম বলটি ছিল ওয়াইড। পরের বলটিতে ওয়ানিন্দু ফার্নান্দোক রান আউটের সুযোগ পান, কিন্তু এবার কাজে লাগাতে পারেননি লিটন দাস। এ ওভারেও কোনো বাউন্ডারি দেননি সাকিব। এরপর আবার সাকিব যখন বোলিংয়ে আসেন, ততক্ষণে ছয় উইকেট চলে গেছে কলম্বোর।  

ইনিংসের ১৪তম ও নিজের তৃতীয় ওভার করতে এসে সাকিব দেন কেবল এক রান। প্রথম তিন বলে চামিরা করুণারত্নে ডট দেওয়ার পর চতুর্থটিতে এক রান নেন। পরের দুই বলে কোনো রান নিতে পারেননি ইফতেখার আহেমদ। সিকুগে প্রাসান্নার পরের ওভারের প্রথম বলেই আউট হয়ে যান করুণারত্নে।  

এরপর ব্যাটিংয়ে আসেন কলম্বোর হয়ে খেলা বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম। মুখোমুখি হওয়া প্রথম বলেই লেগ সাইডে তুলে মারতে গিয়ে হয়ে যান বোল্ড। ১৬তম ওভারে নিজের কোটার শেষ ওভার করতে আসেন সাকিব। তখন কলম্বোর উইকেট বেঁচে ছিল একটিই। কিপটে বোলিং করলেও উইকেট না পাওয়া সাকিব এবার দেখা পান সেটিরও। সুইপ করতে গিয়ে তার বলে আউট হন ১৬ বলে ৫ রান করা ইফতেখার আহমেদ।  

এলপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন ৭৪ রানে অলআউট হয়ে যায় কলম্বো। দলটির পক্ষে ১৬ বলে ১৪ রান করেন লাহিরু উদারা, ১১ বলে ১৪ রান করেন নুয়ান্দিু ফার্নান্দো; এগুলোই দলের পক্ষে সর্বোচ্চ। ৩ ওভার চার বল হাত ঘুরিয়ে স্রেফ ৮ রান দিয়ে ১টি উইকেট নেন সাকিব। এছাড়া ৪ ওভারে ২০ রান দিয়ে তাবরেজ শামসি চার ও ৩ ওভারে ১৪ রান দিয়ে তিন উইকেট নেন সেকুগে প্রাসান্না।

কলম্বোর হয়ে প্রথম ওভারই করতে আসেন শরিফুল ইসলাম। ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের অভিষেক ম্যাচ খেলতে নেমেছিলেন এই পেসার। প্রথম ওভারের চার বলে এক রান দেন তিনি। তবে পরের দুই বলে এক বাউন্ডারিসহ ছয় রান দেন শরিফুল। পরের ওভারের শেষ বলে ভানুকা রাজাপক্ষেকে আউট করেন ইফতেখার আহেমদ।  

ব্যাটিংয়ে নামেন লিটন দাস। তৃতীয় ওভারের পঞ্চম বলে গিয়ে স্ট্রাইক পান লিটন, তিনি একটি সিঙ্গেল নেন। জেফ্রি ভেনডারসির করা পরের ওভারের প্রথম দুই বল ডট দেন। তৃতীয় বলে তুলে মারতে গিয়ে লং অনে ক্যাচ দেন। দারুণভাবে সেটি ধরেন ফার্নান্দো, ৪ বল খেলে ১ রান করে আউট হয়ে যান লিটন।  

চার নম্বরে ব্যাটিংয়ে আসেন সাকিব আল হাসান। শুরুতে কিছুটা ভুগলেও পরে ঠিকই রান তোলেন তিনি। ভেনডারসির করা ষষ্ঠ ওভারে দুবার জীবন পান। শেষ অবধি ২ চারে ১৫ বলে ১৭ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন সাকিব। ২৫ বলে ৪২ রান করেন লাসিথ ক্রসপোল্লে। ১১ ওভারের ভেতরে জিতলেই দুইয়ে শেষ করতে পারতো গল, তারা ম্যাচ শেষ করে কেবল ৮ ওভার তিন বলে।

 বাংলাদেশ সময় : ১০৪৫ ঘণ্টা, ১৫ আগস্ট, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।