ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ড সিরিজের সব ম্যাচ হবে মিরপুরে

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
নিউজিল্যান্ড সিরিজের সব ম্যাচ হবে মিরপুরে

বিশ্বকাপের ঠিক আগে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড, নিশ্চিত হয়েছিল আগেই। এবার আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সূচি।

সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।  

আগামী ১৭ সেপ্টেম্বর সিরিজটি খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। দিবা-রাত্রি ম্যাচগুলো মাঠে গড়াবে ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর দুইটায়।  

এশিয়া কাপের এবারের আসর মাঠে গড়াবে ৩০ আগস্ট থেকে। বাংলাদেশের ম্যাচ ৩১ আগস্ট। বাংলাদেশ শ্রীলঙ্কার উদ্দেশে রওয়ানা দেবে ২৬ আগস্ট। এশিয়া কাপের সুপার ফোরে গিয়ে ফাইনাল পর্যন্ত উঠলে নিউজিল্যান্ড সিরিজের আগে খুব বেশি সময় পাবে না সাকিবরা।  

১৭ সেপ্টেম্বর হবে এশিয়া কাপের ফাইনাল। ২৬ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষের সিরিজ শেষ করে পরদিনই আবার বিশ্বকাপ খেলতে ভারত যেতে হবে। ২৯ ও ২ অক্টোবর গুয়াহাটিতে আইসিসির দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ।  

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।