ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

‘একটাই কথা হয়— বড়দের হয়ে বিশ্বকাপ জেতা’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
‘একটাই কথা হয়— বড়দের হয়ে বিশ্বকাপ জেতা’

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের দরজা কয়েকদিন ধরেই বন্ধ সাংবাদিকদের জন্য। সন্ধ্যা নামতে জ্বলে উঠছে ফ্লাডলাইট, ক্রিকেটারদের প্রস্তুতিও চলছে জোরেশোরে।

তবে সেগুলোকে আড়ালে রাখার চেষ্টা করা হচ্ছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। এশিয়া কাপের প্রস্তুতিতে কোনো ‘ব্যাঘাত’ যেন না হয়, সেজন্যই এতোকিছু।  

যার পেছনেই আছে বড় একটা স্বপ্ন- বিশ্বচ্যাম্পিয়ন হওয়া। অক্টোবরের শুরুতে ভারতে বসবে এবারের বিশ্বকাপ। এর আগে শ্রীলঙ্কা ও পাকিস্তানে হবে এশিয়া কাপ। এই টুর্নামেন্টের ১৭ সদস্যের দলে ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার আছেন চারজন-শরিফুল ইসলাম, শামীম পাটোয়ারী, তাওহীদ হৃদয় আগেও জাতীয় দলে খেলেছেন বিভিন্ন ফরম্যাটে।  

তাদের সঙ্গে এবার যোগ দিয়েছেন তানজিদ হাসান তামিম। এই ওপেনার এবারই প্রথম যেকোনো ফরম্যাটে জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেলেন। বৃহস্পতিবার তিনি মুখোমুখি হন সংবাদমাধ্যমেরও। তার কাছে প্রশ্ন ছিল, ছোটদের বিশ্বকাপজয়ী চারজনের মধ্যে কী কথা হয়? তানজিদ এরপর শুনিয়েছেন বড় স্বপ্নের কথা।

তিনি বলেন, ‘আমরা যেটা অর্জন করেছি সেটা তো অতীত এখন। সবার মধ্যে একটাই কথা হয় একটা স্বপ্ন যে বড়দের হয়ে বিশ্বকাপ জেতা। সবারই যখন দেখা হয়, সামনে যেহেতু বিশ্বকাপ একটা জিনিসই মাথায় কাজ করে, আমরা এশিয়া কাপ যত টুর্নামেন্টই খেলি ব্যাক অব দ্য মাইন্ডে কিন্তু বিশ্বকাপ থেকেই যায়– তো ইনশাল্লাহ চেষ্টা করব এবার। যদি কপালে থাকে ইনশাল্লাহ হয়ে যাবে। ’

বিশ্বকাপজয়ী চারজনের সঙ্গে তামিমের জেলা বগুড়া থেকেও আছেন তিন ক্রিকেটার। মুশফিকুর রহিম বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার, প্রায় বছরখানেক ধরেই বড় নাম তাওহীদ হৃদয়ও। এবার তাদের সঙ্গে যোগ হয়েছেন তামিমও। এ নিয়েও নিজের অনুভূতির কথা জানিয়েছেন এই ব্যাটার।

তিনি বলেন, ‘সত্যি অনেক ভালো লাগে। আর আমাদের উঠে আসাটা এত সহজ ছিল না। কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডটা বিকেএসপির ছিল না। আমরা অনেক জেলা, বিভাগ, ঢাকা লিগ খেলে এই জায়গায় উঠে আসতে হয়েছে। আলহামদুল্লিলাহ বগুড়ায় আরও অনেক প্রতিভাবাবন ক্রিকেটার আছে, ইনশাল্লাহ তারাও উঠে আসবে। ’

বিশ্বকাপের প্রস্তুতিতে গত কয়েকদিন ছিল রুদ্ধদ্বার অনুশীলন। এর মধ্যে ক্রিকেটাররা ম্যাচের আবহে সাজিয়ে নিচ্ছেন নিজেদের। যেটাকে তামিম ‘উপভোগ’ করেছেন বলেই জানিয়েছেন। ম্যাচের আবহে তিনশ ছাড়ানোর মতো করেই অনুশীলন করেছেন বলে জানান এই ব্যাটার।

তিনি বলেন, ‘আমি সত্যি অনেক উপভোগ করছি। টিম ম্যানেজমেন্ট থেকে আমাকে পুরো স্বাধীনতা দেওয়া হয়েছে। যেভাবে এত দিন ব্যাটিং করে আসছি সেভাবে করার জন্য। উপভোগ করছি আমি গেম সিনারিও। ’ 

‘আমরা উপকৃত হই (ম্যাচ সিনারিও অনুশীলনে)। আমাদের যে ম্যাচ পরিস্থিতি হয়েছে সেটা পুরোপুরিই এশিয়া কাপের উপরে হয়েছে। শ্রীলঙ্কার কন্ডিশনে যেরকম সবাই বলছিল যে ৩০০ এর বেশি রান হবে সেই পরিস্থিতি অনুযায়ী এখানে অনুশীলন হয়েছে। আমরা চেষ্টা করছি আরও কিছু লক্ষ্য অর্জন করার। সেখানে সবাই সফল হয়েছে। ’

বাংলাদেশ সময় : ১৫১৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।