ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

এলপিএলে লিটন-সাকিবদের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
এলপিএলে লিটন-সাকিবদের হার

সুযোগ ছিল ফাইনালে ওঠার। কিন্তু তা কাজে লাগাতে পারেননি লিটন দাস-সাকিব আল হাসানরা।

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) কোয়ালিফায়ার ওয়ানে আজ ডাম্বুলা অরার কাছে ৬ উইকেটে হারে তাদের দল গল টাইটান্স।  

ব্যাটিংয়ে আগের মতোই নিজেকে হারিয়ে খুঁজছেন লিটন। ৭ বলে ১ চারে ৮ রান করেন তিনি। অন্যদিকে সাকিবও ব্যাটিংয়ে নিজের প্রতি সুবিচার করতে পারেননি। ১৭ বলে ৩ চারে ১৯ রানে ফেরেন এই অলরাউন্ডার। টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৪৬ রানে অলআউট হয় গল। নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৬১ বলে ৭ চারে ৮০ রানের ইনিংস খেলেন লাসিথ ক্রুসপুল।

ফিল্ডিংয়ে নেমে পাওয়ার প্লের ভেতরই উইকেটের দেখা পায় গল। সেটাও সাকিব-লিটনের হাত ধরে। সাকিবের বলে আভিশকা ফার্নান্দোকে স্টাম্পিং করেন লিটন। যদিও তাতে খুব একটা অসুবিধায় পড়েনি ডাম্বুলা। তৃতীয় উইকেটে কুশল পেরেরা ও কুশল মেন্ডিসের ৬৯ রানের জুটিতে ভর করে দুই বল হাতে রেখেই ফাইনালে পৌঁছে যায় তারা। পেরেরা ৫৩ ও ম্যাচসেরা হওয়া মেন্ডিস খেলেন ৪৯ রানের ইনিংস। গলের হয়ে মিতব্যয়ী বোলিং করে ২৩ রান খরচ করেন সাকিব, উইকেট সেই একটিই।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।