ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

অনুশীলনে ফিরলেন লিটন, ছিলেন না সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
অনুশীলনে ফিরলেন লিটন, ছিলেন না সাকিব

জাতীয় দলের অনুশীলনের প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেছে। তবে এশিয়া কাপ স্কোয়াডের সব ক্রিকেটারকে পাওয়া যাচ্ছে না একসঙ্গে।

মঙ্গলবার অবশ্য অনুশীলনে এসেছেন ওয়ানডে সহ-অধিনায়ক লিটন কুমার দাস। দলের সঙ্গে অনুশীলনে দেখা গেছে তাকে।

জুলাইয়ে আফগানিস্তান সিরিজের পর শুরুতে গিয়েছিলেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে। কানাডার লিগ শেষে দেশে ফিরলেও যোগ দেননি অনুশীলনে। তিন দিনের মাথায় লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) জাতীয় দলের সতীর্থ সাকিব আল হাসানের দল গল টাইটান্সের হয়ে খেলতে শ্রীলঙ্কায় যান।  

বিদেশি লিগের ব্যস্ততা কাটিয়ে মঙ্গলবার দলের অনুশীলনে যোগ দেন উইকেটক্ষক এই ব্যাটার। লঙ্কান লিগে খেলা শেষ করে রোববার দেশে ফেরেন লিটন। একদিন বিশ্রামে কাটিয়ে মঙ্গলবার জাতীয় দলের অনুশীলনে হাজির হন লিটন।  

লিটনের সঙ্গেই এলপিএলে খেলেছেন সাকিব। দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধন শেষে সোমবার রাতে দেশে ফিরলেও মঙ্গলবার অনুশীলনে আসেননি তিনি। এদিন সকালে বরিশালে হাসপাতালে রক্তদান কর্মসূচিতে যান। বিকেলে ব্যস্ত ছিলেন বিজ্ঞাপনের শ্যুটিংয়ে।  

সারে জাগুয়ার্সের হয়ে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ৮ ম্যাচে ২১.৭১ গড়ে ১৫২ রান করেন লিটন। আর এলপিএলে গল টাইটান্সের হয়ে তিন ম্যাচে মাঠে নেমে ৩৪ রান আসে তার ব্যাট থেকে।  

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।