ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ

বিশ্বকাপের আগে সেরা প্রস্তুতিটাই নিতে চায় দলগুলো। আইসিসিও টুর্নামেন্টের আগে আয়োজন করে প্রস্তুতি ম্যাচের।

অক্টোবরের ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়েছিল আগেই। এবার জানানো হয়েছে প্রস্তুতি ম্যাচের সময় ও প্রতিপক্ষ। দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ, একটিতে শ্রীলঙ্কা ও অন্যটিতে ইংল্যান্ড প্রতিপক্ষ তাদের।  

২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর অবধি ভারতের তিনটি ভেন্যু- গুয়াহাটি, হায়দরবাদ ও থিরুভানান্থাপুরামে হবে প্রস্তুতি ম্যাচগুলো। বাংলাদেশের দুটি ম্যাচই হবে গুয়াহাটিতে। মূল ম্যাচের মতো প্রস্তুতি ম্যাচের টিকিটও দর্শকরা কাটতে পারবেন ২৫ আগস্ট থেকে।  

এসব ম্যাচের কোনোটিই আন্তর্জাতিক ম্যাচের মর্যাদা পাবে না। দলগুলো চাইলে একই ম্যাচে খেলাতে পারবে স্কোয়াডের সব ক্রিকেটারকে। প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ২৯ সেপ্টেম্বর। এদিন গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। থিরুভানান্থাপুরামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে আফগানিস্তান, হায়দরবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে নিউজিল্যান্ড মুখোমুখি হবে পাকিস্তানের।

পরদিন দুটি ম্যাচ। গুয়াহাটিতে ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড, থিরুভানান্থাপুরামে অস্ট্রেলিয়ার সঙ্গে লড়বে নেদারল্যান্ডস। ২ সেপ্টেম্বর ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ বাংলাদেশের, গুয়াহাটিতেই। ওই দিন নিউজিল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।

৩ সেপ্টেম্বর প্রস্তুতি ম্যাচের শেষদিন। আফগানিস্তানের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা, ভারত খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে; পাকিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের সবগুলো প্রস্তুতি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

বাংলাদেশ সময় : ২১৫১ ঘণ্টা, ২৩ আগস্ট, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।