ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

এশিয়া কাপ: প্রথম দুই ম্যাচে রাহুলকে পাচ্ছে না ভারত

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
এশিয়া কাপ: প্রথম দুই ম্যাচে রাহুলকে পাচ্ছে না ভারত

ইনজুরিতে মাঠের বাইরে ছিলেন লোকেশ রাহুল। তবে ২০২৩ এশিয়া কাপ দিয়ে ভারতের ওয়ানডে দলে ফেরার কথা এই ডানহাতি ওপেনারের।

কিন্তু পুরোপুরি সেরে না ওঠায় টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামবে টিম ইন্ডিয়া।

বিষয়টি আজ নিশ্চিত করেছেন ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। তিনি জানিয়েছেন, দলের সঙ্গে শ্রীলঙ্কায় যাওয়া হচ্ছে না লোকেশ রাহুলের। ফিটনেস ফিরে পাওয়ার পর দলের সঙ্গে যোগ দেবেন তিনি। আপাতত তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। তবে দ্রাবিড় আরও জানিয়েছেন, রাহুল দ্রুত উন্নতি করছেন। তাই গ্রুপ পর্বের দুই ম্যাচে সম্ভব না হলেও তাকে সুপার ফোর পর্বে পাওয়া যাবে।  

আগামীকাল (৩০ আগস্ট) পর্দা উঠবে এশিয়া কাপের। উদ্বোধনী ম্যাচে নেপালের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। তবে ভারত মাঠে নামবে আরও পরে। আগামী ২ সেপ্টেম্বর পাল্লেকেলেতে তারা লড়বে পাকিস্তানের বিপক্ষে। গ্রুপ পর্বে ভারতীয় দলের পরবর্তী ম্যাচ নেপালের বিপক্ষে, ৪ সেপ্টেম্বর।  

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।