ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বিয়ে করেছেন আকবর আলী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
বিয়ে করেছেন আকবর আলী

দেশের ইতিহাসে প্রথমবারের মতো বৈশ্বিক শিরোপা এসেছিল ২০২০ সালে। আকবর আলির নেতৃত্বে বাংলাদেশ জিতেছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

ওই দলের বেশ কয়েকজন ক্রিকেটার এখন খেলছেন জাতীয় দলে। অধিনায়ক আকবর আলি এখনও দেশের জার্সি গায়ে জড়াতে পারেননি।  

এবার বিয়ে করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে স্ত্রী জান্নাতি ওয়াহিদার সঙ্গে ছবি দিয়ে বিয়ের কথা জানান আকবর।

তিনি লিখেছেন, ‘তোমাকে জানাটা ছিল কাকতালীয় কিন্তু তোমাকে বেছে নেওয়া ছিল অবধারিত। আমার জীবনে আসায় ধন্যবাদ। তুমি সেরা সঙ্গী, যে কেউ এমন কারো স্বপ্ন দেখে। ’

আকবরের স্ত্রীর নাম জান্নাতি ওয়াহিদা। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনিস্টারে বায়োমেডিকেল সাইন্স নিয়ে পড়াশোনা করছেন তিনি। থাকছেনও যুক্তরাজ্যেই।  

বাংলাদেশ সময় : ১৭৫৮ ঘণ্টা, ৩০ আগস্ট, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।