ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলবেন সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলবেন সাকিব

ফরচুন বরিশালের হয়ে আর না খেলার কথা জানা গিয়েছিল আগেই। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে সাকিব আল হাসানের নতুন ঠিকানা হচ্ছে রংপুর রাইডার্স।

মঙ্গলবার তাদের ফেসবুক পেজে এমন তথ্য জানান দলটির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক।

ভিডিও বার্তায় সাকিবকে ফেরানোর খবর জানিয়ে তিনি বলেন, ‘প্রিয় রংপুর রাইডার্স পরিবার, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সাকিব আল হাসান এবারের বিপিএলে রংপুর রাইডার্সের সঙ্গেই থাকবে। ২০১৯ সালে আমরা সাকিব আল হাসানকে একবার সাইন করিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত সে বছর বিপিএল অনুষ্ঠিত হয়নি। শেষ তিন-চার বছর ধরে আমাদের ইচ্ছে ছিল সাকিব রংপুরে খেলবে, রংপুর সাকিবকে খেলাবে। এবার ইন শা আল্লাহ সেই স্বপ্নটা বাস্তবায়িত হবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ’

গত বছর প্লে অফেই থেমেছিলে রংপুর রাইডার্সের স্বপ্নযাত্রা। তবে এবার শিরোপা পুনরুদ্ধারের জন্য বদ্ধপরিকর দলটি। এজন্য গত আসরের অধিনায়ক নুরুল হাসান সোহান, অলরাউন্ডার শেখ মাহেদী ও পেসার হাসান মাহমুদকে ধরে রেখেছে তারা।  

এ নিয়ে ইশতিয়াক সাদেক বলেন, ‘সাকিব আল হাসানের বাইরেও আমাদের তিনটা রিটেশননের মধ্যে শেখ মাহেদী, নুরুল হাসান সোহান এবং হাসান মাহমুদ থাকছে। আমরা এ বছর বেশ কিছু বিদেশি নামি-দামী তারকাকে সাইন করিয়েছি। কারণ আমরা এবার বদ্ধপরিকর শিরোপা পুনরুদ্ধার করবো। ’

প্রতিষ্ঠার পর থেকে সবসময়ই শক্তিশালী দল গড়ে থাকে রংপুর রাইডার্স। ২০১৭ সালে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে বিপিএলে চ্যাম্পিয়ন হয় ফ্র্যাঞ্চাইজিটি। পরে আরও তিনটি আসরে মাঠে নামলেও চ্যাম্পিয়ন হওয়া হয়নি। তবে এবার শিরোপা জিততে মরিয়া রংপুর রাইডার্স।  

বাংলাদেশ সময় : ২২১৫ ঘণ্টা, ৫ সেপ্টেম্বর, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।