ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রতিপক্ষের মাঠে খেলা ‘কঠিন’ বলছেন বাংলাদেশের কোচ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৩
প্রতিপক্ষের মাঠে খেলা ‘কঠিন’ বলছেন বাংলাদেশের কোচ

এবারের এশিয়া কাপ হচ্ছে হাইব্রিড মডেলে। এর সবচেয়ে বড় ভুক্তভোগী বাংলাদেশ।

প্রথম রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে খেলে বাংলাদেশ। সেখানে বড় ব্যবধানে হারার পর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলতে লাহোরে আসে। এ ম্যাচে বড় জয়ে নিশ্চিত হয় সুপার ফোর।

এ পর্বের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে, তাদেরই মাঠ লাহোরে খেলতে হয়েছে। এরপর আবার দুইদিন বাদেই শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাঠে খেলতে হবে। অর্থাৎ সুপার ফোরের দুটি ম্যাচ বাংলাদেশের বিপক্ষে প্রতিপক্ষ খেলবে ঘরের মাঠের সুবিধা নিয়ে। আর কাউকেই করতে হবে না এমন। এ নিয়ে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে অসন্তোষ জানিয়েছেন বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা এখনো পর্যন্ত তিনটা ম্যাচ খেলেছি। দুইটা ম্যাচই ছিল হোম টিমের বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে খেললাম তাদের হোম কন্ডিশনে। পাকিস্তানের বিপক্ষে লাহোরে খেললাম তাদের হোম কন্ডিশনে। এটা সব সময় কঠিন, সব সময়ই ভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। ’

লাহোরে পাকিস্তানের বিপক্ষে ১৯৩ রানে অলআউট হয় বাংলাদেশ। এরপর হারতে হয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে। এমন ম্যাচের পর ব্যাটিং নিয়ে হতাশা ছিল পোথাসের কণ্ঠে। তিনি অবশ্য প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তাসকিন-শরিফুলদের।

পোথাস বলেন, ‘আমরা যেটার দিকে মুখিয়ে আছে সেটা হচ্ছে ধারাবাহিকতা। আমরা ক্যান্ডিতে ভালো ব্যাট করিনি, আবার লাহোরে আফগানিস্তানের বিপক্ষে খুব ভালো ব্যাট করেছি। আজ রাতে (গতকাল) আবার প্রয়োগ করতে পারিনি ব্যাটিংয়ে। আমরা নিজেদের জন্য সঠিক সমন্বয় খুঁজে বের করার চেষ্টা করছি। আমরাদের দলটা পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের কিছু ধারাবাহিকতা দরকার, এটাই আপাতত লক্ষ্য। ’

‘আমাদের বোলিং আক্রমণ দারুণ করছে। আমরা যদি একটা ভালো পুঁজি গড়তে পারি তারা আমাদের জন্য কাজটা করে দেয়। গত বছর দেখা গেছে স্পিন আক্রমণ ও পেস আক্রমণ কতটা ভালো ছিল বাংলাদেশের। ব্যাটিংয়ের দিক থেকে আমি বলব আজ আমরা সিদ্ধান্ত নিতে ভুল করেছি। আমরা সম্ভবত ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। পালাবদলের মধ্য থাকা দলের জন্য এটা খুব চ্যালেঞ্জের। ’

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।