ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

রংপুর রাইডার্সে খেলবেন হাসারাঙ্গা-পুরান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৩
রংপুর রাইডার্সে খেলবেন হাসারাঙ্গা-পুরান

প্রথমে সাকিব আল হাসান, এরপর বাবর আজম। এবার আরও দুই বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তির ঘোষণা দিল রংপুর রাইডার্স।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরকে সামনে রেখে তারকায় ভরপুর দল সাজাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। আজ ক্যারিবিয়ান ব্যাটার নিকোলাস পুরান ও লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে দলে ভেড়ানোর খবর দিয়েছে তারা।

বাবরের মতো পুরান ও হাসরাঙ্গার বেলাতেও প্রতীকি ছবি ব্যবহার করে ফেসবুকে পোস্ট করে রংপুর রাইডার্স। পাশাপাশি সমর্থকদের জন্য তিনটি ক্লুও জুড়ে দেয় তারা।

হাসারাঙ্গার পোস্টে প্রথম ক্লুতে লেখা হয়, তিনি একজন স্পিন অলরাউন্ডার। ওয়ানডে ইতিহাসে তৃতীয় বোলার যিনি অভিষেকেই হ্যাটট্রিকের কীর্তি গড়েন। শেষ ক্লুতে বলা হয়েছে, লঙ্কান প্রিমিয়ার লিগের সবশেষ আসরে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। তাতেই বোঝা যায়, এটা হাসারাঙ্গা ছাড়া আর কেউ নন।

পুরানের বেলায় রংপুর রাইডার্স লেখে, তার টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল ২০১৬ সালে। ২০২০ আইপিএলে চতুর্থ সর্বোচ্চ ২৫টি ছয় হাঁকিয়েছেন তিনি। সম্প্রতি চলমান সিপিএলে তিনি খেলেছেন ৩২ বলে ৬১ রানের এক বিধ্বংসী ইনিংস।

এর আগে সরাসরি চুক্তির মাধ্যমে বাংলাদেশ দলের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসানকেও দলে নিয়েছে রংপুর রাইডার্স। এছাড়া নুরুল হাসান সোহান, অলরাউন্ডার শেখ মেহেদী হাসান ও পেসার হাসান মাহমুদকে ধরে রাখার বিষয়টিও নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

এদিকে সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে পারে বিপিএল।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।