ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পুরো এশিয়া কাপ আয়োজন করতে না পারায় ক্ষতিপূরণ চায় পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৩
পুরো এশিয়া কাপ আয়োজন করতে না পারায় ক্ষতিপূরণ চায় পাকিস্তান

এশিয়া কাপের স্বাগতিক ছিল পাকিস্তানই। কিন্তু কোনোভাবেই দেশটিতে খেলতে যেতে রাজি হয়নি ভারত।

দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে শেষ অবধি ‘হাইব্রিড’ মডেলে হচ্ছে এশিয়া কাপ। মোট ১৩ ম্যাচের কেবল চারটি হচ্ছে পাকিস্তানে, বাকিগুলো শ্রীলঙ্কায়। এ অবস্থায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে আর্থিক ক্ষতি পোষাতে ক্ষতিপূরণ চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিটিআইয়ের বরাতে এমন খবর জানা গেছে।  

যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি পিসিবি। তবে জানা গেছে তাদের চেয়ারম্যান জাকা আশরাফ ইতোমধ্যেই এসিসি সভাপতি জয় শাহের কাছে ক্ষতিপূরণ চেয়ে চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে শেষ মুহূর্তে এসিসির বোর্ড সদস্যদের সঙ্গে পরামর্শ ছাড়াই শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়ে হতাশা জানিয়েছে পাকিস্তান।  

পিসিবির দাবি, শ্রীলঙ্কাকে ভেন্যু চার্জ দেওয়া ও নানা কারণে স্বাগতিক হিসেবে তাদের যে আয় হওয়ার কথা সেটি হবে না। এজন্য তারা এসিসির কাছে ক্ষতিপূরণ দাবি করেছে। এখন দেখার বিষয়, এ নিয়ে এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কী প্রতিক্রিয়া দেখায়।  

ওই চিঠির সূত্রে জানা গেছে, এসিসির সদস্য দেশগুলোর কয়েকটির সভায় বৃষ্টির কারণে কলম্বো থেকে ম্যাচগুলো সরিয়ে হাম্বানটোটায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। এ ব্যাপারে দুই স্বাগতিক বোর্ডই সম্মতি জানিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত লঙ্কানদের হেড কিউরেটর পিচ তৈরি সম্ভব না হওয়ায় সেটি বাস্তবায়ন করা যায়নি। এমনকি ব্রডকাস্টাররাও তাদের আয়োজন শুরু করেছিলেন হাম্বানটোটায়।

এসিসির পক্ষ থেকে পিসিবিকে ভেন্যু সরানোর ব্যাপারে নিশ্চয়তা দেওয়া হয়েছিল। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানোর আশ্বাসও দেওয়া হয়। কিন্তু পরে এসিসি ওই কথা রাখেনি। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে স্বাগতিক দেশকে এভাবে উপেক্ষা করার ব্যাপারও নিজের হতাশার কথা জানিয়েছেন জাকা আশরাফ।  

বাংলাদেশ সময় : ১১২৮ ঘণ্টা, ৮ সেপ্টেম্বর, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।