ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বাইরে থেকে দল নিয়ে মন্তব্য করবো, আমি এমন না: তামিম

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৩
বাইরে থেকে দল নিয়ে মন্তব্য করবো, আমি এমন না: তামিম

লম্বা সময় ধরে ছিলেন ওয়ানডে দলের অধিনায়ক। তার অধীনে দলও ভালো করছিল।

ওয়ানডে সুপার লিগ শেষ করেছিল তৃতীয় হয়ে। মাঝে অবসর নাটকীয়তার পর পিঠের চোটের কারণে এশিয়া কাপে খেলতে পারছেন না। অধিনায়কত্ব ছাড়ার ঘোষণাও দিয়েছেন একই সঙ্গে।

তার অনুপুস্থিতিতে এশিয়া কাপে খুব একটা সুবিধা করছে পারছে না বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে বড় হারে শুরু করলেও আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে। কিন্তু এই পর্বের প্রথম ম্যাচে হেরে যায় পাকিস্তানের বিপক্ষে। দলের এমন খারাপ পারফরম্যান্স নিয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।

শুক্রবার একটি শো-রুম উদ্বোধনে এসে তামিম বলেন, ‘খেলা নিয়ে এখান থেকে মন্তব্য করা উচিত হবে না। কারণ যারা ওখানে আছে, আমি নিশ্চিত তারা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। কেবল আমি দলে নাই, বাইরে আছি দেখে একটা কমেন্ট করে দিলাম। আমি তেমন লোক না। আমিও দলেরই অংশ। নিজেকে তাড়াতাড়ি তৈরি করার চেষ্টা করছি যেন সুযোগ এলে সেরাটা দিতে পারি। খারাপ পারফরম্যান্স নিয়ে মন্তব্য করা উচিত না বলে মনে করি। ’

গত কয়েক বছরে ওয়ানডেতে বেশ ভালো দল বাংলাদেশ। এজন্য এশিয়া কাপেও গিয়েছিল বড় স্বপ্ন নিয়ে। যদিও আশানুরুপ পারফরম্যান্স হচ্ছে না এই টুর্নামেন্ট। তবে এখনই হতাশ হতে রাজি নন তামিম।

তিনি বলেন, ‘দেখা তো হচ্ছে খেলা। ভালো না খেললে হতাশ অবশ্যই হই। আমার মনে হয় না একটা দুইটা খারাপ পারফরম্যান্সের কারণে লাস্ট পাঁচ-ছয় বছরের হার্ড ওয়ার্ক ভুলে যাবো। এটা হতেই পারে। আমার মনে হয় আমরা এখনও খুব ভালো দল ওয়ানডেতে। একটা দুটা ম্যাচে হতেই পারে। আর এটা হলেও ঘাবড়ানোর কিছু নেই। ড্রেসিংরুমে যারা আছে, তারা সবাই বিশ্বাস করে আমরা গত দুই তিন ম্যাচে যা হয়েছে তার চেয়ে ভালো দল। ’

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।