ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বিজ্ঞপ্তি দিয়ে ভারতীয় নেট বোলার খুঁজছে নেদারল্যান্ডস!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৩
বিজ্ঞপ্তি দিয়ে ভারতীয় নেট বোলার খুঁজছে নেদারল্যান্ডস!

আর ক’দিন পরেই ভারতের মাটিতে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। ৫ অক্টোবর থেকে শুরু হওয়া এই আসরে বাছাইপর্ব থেকে মূল পর্বে কোয়ালিফাই করেছে নেদারল্যান্ডস।

দলটি এখন ভূগছে নেট বোলারের অভাবে। সেটি পূরণ করতে ইতোমধ্যে ভারতীয় নেট বোলারের খোঁজে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

বিশ্বকাপের লড়াইয়ে নিজেদের এগিয়ে রাখতে আসরটি মাঠে গড়ানোর আগেই বেঙ্গালুরুর আল্লুরে পাঁচ দিনের ক্যাম্প করবে নেদারল্যান্ডস। ২০ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই ক্যাম্পের জন্য তাদের প্রয়োজন নেট বোলার। নিজেদের দেশে অভিজ্ঞ নেট বোলারের অভাব থাকায় এবার তাই ভারত থেকেই নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে তারা।  

গতকাল নিজেদের অফিসিয়াল ফেসবুক পোস্টে সুনির্দিষ্ট চাহিদার কথা উল্লেখ করে নেট বোলার চেয়ে এক বিজ্ঞাপন প্রকাশ করে নেদারল্যান্ডসের ক্রিকেট বোর্ড। যেখানে বলা হয়েছে, বাঁহাতি পেসার, ডানহাতি পেসার, রহস্য স্পিনার এবং বাঁহাতি স্পিনার প্রয়োজন। যারা নির্বাচিত হবেন, তাদের যাতায়াত, থাকা এবং খাওয়ার দায়িত্ব নেবে নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড।

তবে এই নেট বোলার হতে গেলে কিছু শর্ত আছে। যেখানে শুরুতেই রয়েছে, ক্রিকেটারকে অবশ্যই ভারতের বাসিন্দা হতে হবে। এরপর ৬টি বল করার একটি ভিডিও জমা দিতে হবে, হাতে ক্যামেরা ধরে ভিডিও করলে হবে না। কোনোরকমের এডিটিং গ্রহণযোগ্য হবে না। বল কোন দিকে ঘুরছে সেটা স্পষ্ট হতে হবে। পেসারদের বলের গতি অন্তত ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং স্পিনারদের বলের গতি ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে হবে। এইসব শর্তে রাজি থাকলে ভিডিও পাঠাতে হবে ১৭ সেপ্টেম্বরের মধ্যে।

দশ দলের ওয়ানডে বিশ্বকাপে এবার নেদারল্যান্ডসই একমাত্র আইসিসির সহযোগী সদস্য দল। তাদের দেশে ক্রিকেট নিয়ে মোটেও মাতামাতি নেই। পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং অবকাঠামোর অভাব আছে। যে কারণে বিজ্ঞাপন দিয়ে তাদের নেট বোলার খুঁজতে হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।